নয়াদিল্লি : কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গুলি চালানোর ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্কে বিরুপ প্রভাব পড়েছে। এনিয়ে দু’দেশের মধ্যে তীব্র বাক্য বিনিময় হয়েছে।
যা দু`দেশের রাষ্ট্রপ্রধানদের আসন্ন বৈঠকে প্রভাব ফেলতে পারে বলে ধারনা করা হচ্ছে। সম্ভবত কূটনীতির এই খারাপ পরিণতিটা আঁচ করে এবার সুর নরম করল পাকিস্তান।
আগামী সপ্তাহে ৩৬৭ জন ভারতীয় বন্দিকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।
বিশেষজ্ঞ মহলের ধারণা, দু`সপ্তাহের উত্তেজনার পর এবার ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা হচ্ছে পাকিস্তান থেকে। মাঝের এই দুটি সপ্তাহে প্রাণ গেল ভারতীয় ৫ সেনার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ পদস্থ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ২৪ অগাস্ট ৩৬৭ জন ভারতীয় বন্দি ও মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হচ্ছে।
এখনও পাকিস্তানের বিভিন্ন কারাগারে মুক্তির আলোর অপেক্ষায় রয়েছেন হাজার ভারতীয় বন্দি। শনিবার পাকিস্তান প্রধানমন্ত্রীর পরামর্শক সারতাজ আজিজ সংসদে জানিয়েছেন, ভারতীয় মৎস্যজীবীসহ ৪৯১ জন ভারতীয় বন্দি তাদের কারাগারে বন্দি রয়েছেন।
তাঁদের রেকর্ড অনুযায়ী ভারতের কারাগারে বন্দি রয়েছেন ৪৮৫ পাকিস্থানি। তাঁদের মধ্যে ১৭২ জন মৎস্যজীবী, ৩১৩ জন পাকিস্তান নাগরিক।
বাংলাদেশ সময় : ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৩
ভিএস/জেসিকে/সম্পাদনা: এসএস