ঢাকা: বিহারের কাগারিয়া জেলায় দ্রুতগতির ট্রেনে কাটা পড়ে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকেই।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সোমবার সকালে রাজধানী পাটনা থেকে ১৬০ কিলোমিটার দূরে কাতানি স্থান নামক রেল স্টেশনে অপর একটি ট্রেন থেকে নামার সময় সুহার্সা পাটনা রাজ্যরাণী পরিবহনের একটি দ্রুতগতির ট্রেনের নিচে কাটা পড়েন যাত্রীরা। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নেওয়া হলে আরও ২২ জনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা দ্রুতগামী ট্রেনটিতে ইট-পাটকেল নিক্ষেপ করলে কিছু দূর গিয়ে থেমে যায় সেটি। এ সময় ওই ট্রেনটির চালক ও কর্মকর্তাদের আটক করে গণপিটুনি দেওয়া হলে চালকও ঘটনাস্থলে নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই স্টেশনে হামলা-ভাঙচুর চালিয়েছে এবং বেশ কয়েকজন কর্মকর্তাকে জিম্মি করে রেখেছে। তবে অনেক কর্মকর্তা স্টেশন ছেড়ে পালিয়ে গেছেন।
রাজ্যের রেলমন্ত্রী অধির চৌধুরী জানিয়েছেন, রেলওয়ে স্টেশনে এসেও ট্রেনটি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে চলছিল।
এ বিষয়ে সামাস্তিপুর বিভাগীয় রেলওয়ে ম্যানেজার অরুণ মালিক জানান, হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
দুর্ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৩/আপডেটেড: ১৩৪০ ঘণ্টা
জেডএস/এইচএ/জেসিকে