ঢাকা: সাউথ আফ্রিকার অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াসের বিরুদ্ধে বান্ধবী হত্যা মামলার বিচারের তারিখ ধার্য করা হয়েছে। আগামী বছরের ৩ থেকে ২০ মার্চে বিচার কার্য পরিচালনা করতে বিচারকরা সর্বসম্মতিক্রমে সম্মত হয়েছেন।
সোমবার প্রিটোরিয়ার একটি আদালতে বিচার তারিখ ঠিক করা হয়। এদিন বিচারপূর্ব শুনানিতে আদালতে উপস্থিত হন পিস্টোরিয়াস। এ নিয়ে এ মামলায় তিনবার আদালতে উপস্থিত হলেন তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রিস্টোরিয়াসের কাছে অভিযোগপত্রের কপি পৌঁছে দিয়েছে।
বান্ধবী রিভা স্টেইনক্যাম্পকে হত্যা করার অভিযোগ অস্বীকার করেছে পিস্টোরিয়াস। তার দাবি, ভুল করে অনুপ্রবেশকারী মনে করে তিনি তাকে গুলি করেছেন।
২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি তার বাসা থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত অবস্থায় তার বান্ধবী রিভা স্টেইনক্যাম্পের মরদেহ উদ্ধার করা হয়। আটকের পর ফেব্রুয়ারি থেকে তিনি জামিনে রয়েছেন।
সাউথ আফ্রিকান এ দৌঁড়বিদের দুই পায়ের হাটু থেকে কৃত্রিম পা লাগানো। ২০১১ সালে সক্ষম অ্যাথলেটদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন অ্যাথলেটিকসে প্রথম কৃত্রিম পাঁ লাগানো দৌঁড়বিদ হিসেবে পুরস্কার লাভ করেন। গত লন্ডন অলিম্পিকে অংশ নিয়েও সাড়া ফেলেন তিনি। ২০১২ সালের গ্রীষ্মকালীন প্যারা অলিম্পকে অংশ নিয়ে র্স্বণ জেতেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৩
এসএফআই/ এসআরএস- eic@banglanews24.com