ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে দুর্বৃত্তদের হামলায় ২৪ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৩
মিশরে দুর্বৃত্তদের হামলায় ২৪ পুলিশ নিহত

ঢাকা: মিশরের সিনাইয়ে দুর্বৃত্তদের হামলায় পুলিশের ২৪ জন সদস্য নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও তিনজন।



নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার সকালে দুর্গম সিনাই উপদ্বীপের রাফা শহরের কাছে সীমান্ত এলাকার একটি গ্রামে পুলিশের টহলরত দু’টি মিনিবাসকে লক্ষ্য করে রকেট চালিত বোমা হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা।

সংবাদ মাধ্যমগুলো আরও জানায়, গত ৩ জুলাই সেনা অভ্যুত্থানে মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকে  নিরাপত্তা বাহিনীর ওপর প্রায়ই এ ধরনের হামলা চালানো হচ্ছে।

অন্য দিকে, রোববার মধ্যরাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ব্রাদারহুডের ৩৮ জন সমর্থক নিহত হয়েছে। দেশটির সেনাসমর্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, কারাগারে সহিংসতা ঘটিয়ে পালানোর সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। অন্য দিকে ব্রাদারহুডের পক্ষ থেকে বলা হচ্ছে, নিরস্ত্র মুরসি সমর্থকদের নির্বিচারে হত্যা করা হয়েছে। এছাড়া, হতাহতের সংখ্যা আরও বেশিও বলে দাবি করেছে ব্রাদারহুড।

দেশটির সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সোমবার সকালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, সাম্প্রতিক অভিযানে আটক ব্রাদারহুড সমর্থক বন্দিরা রোববার মধ্যরাতে কাবুলিয়া জেলার ‘আবু জাবিল’ কারাগারে সহিংসতা ঘটিয়ে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের জিম্মি করে পালানোর সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয় কারাগার কর্তৃপক্ষ। এছাড়া, সহিংসতায় কয়েকজন কারারক্ষী আহত হয়েছেন বলেও দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অন্য দিকে সরকারের কিছু সূত্র জানিয়েছে, পুলিশ ভ্যানে করে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করার সময় মুরসি সমর্থকদের হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার স্থানীয় সময় জোহর নামাজের পর বিক্ষোভের ডাক দিয়েছে ব্রাদারহুড।

উল্লেখ্য, সেনা অভ্যুত্থানে ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মুরসির ক্ষমতাচ্যুতির পর তাকে স্বপদে বহাল করার দাবিতে সমর্থকদের বিক্ষোভ চলাকালে এ পর্যন্ত প্রায় নয়শ’ লোক নিহত হয়েছে। এছাড়া, গ্রেফতার করা হয়েছে এক হাজারেরও বেশি ব্রাদারহুড সমর্থককে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৩
এইচএ/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।