ঢাকা: যারা মিশরকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে পূর্ণ ক্ষমতা কাজে লাগাতে এতটুকুও পিছপা হবেন না বলে সতর্কতা উচ্চারণ করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ এল সিসি।
বুধবার ও শুক্রবারের সহিংসতায় প্রায় নয়শ’ ব্রাদারহুড কর্মী নিহত হওয়ার পর রোববার রাতে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বক্তব্যে সেনাপ্রধান সিসি বলেন, ‘আমরা আর ধৈর্য্য ধরতে পারবো না। আর কোনো হামলা সহ্য করা হবে না। মিশরকে ধ্বংস করার উদ্দেশ্যে যারা হামলা করে তাদের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবো আমরা। ’
গত ৩ জুলাই মুরসিকে ক্ষমতাচ্যুত করেন সেনাপ্রধান জেনারেল সিসি। ওই সেনা অভ্যুত্থানের পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, ‘মুরসির শাসনের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ আমরা এড়িয়ে যেতে পারিনি। ’
এছাড়া, দীর্ঘ সময় ধরে ক্ষমতা গ্রহণের ইচ্ছে নেই দাবি করে নরম সুরে জেনারেল সিসি বলেন, ‘ক্ষমতা গ্রহণ করতে সেনাবাহিনী কখনো ষড়যন্ত্র করবে না। ’
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৩
এইচএ/ এসআরএস