ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বালু খেকো!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৩
বালু খেকো!

ঢাকা: কমলা লেবুর মতো গোল এ পৃথিবীতে যতোসব বিচিত্র মানুষের বসবাস। গর্ভাবস্থার সময় মাকে খেতে হয় সুষম খাদ্য।

কিন্তু কেউ কি এ অবস্থায় বালু খায়?

হ্যাঁ, পাঠক কেলি ম্যারি পিয়ার্স এমনই একজন, সন্তান সম্ভাবা থাকার সময় যার মূল খাবারই ছিল বালু!
ম্যারি পিয়ার্স দুই সন্তানের জননী। প্রথম সন্তান যখন পেটে আসে তখন থেকেই পিকা ডিসঅর্ডারে আক্রান্ত হন তিনি। (পিকা ডিসঅর্ডার এমন রোগ যা ব্যক্তিকে মাটি, কাদা, বালু খেতে প্রলুব্ধ করে। )

কিন্তু বিস্ময়ের ব্যাপার হচ্ছে, তার দুই সন্তান লোলা ও লুসিয়ান জন্মেছে সুস্থতার সঙ্গে।

যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটনের এ বাসিন্দা জানান, ওই সময় (গর্ভাবস্থায়) এটি আসলে খুবই মজাদার ছিল।

২৮ বছর বয়সী ম্যারি পিয়ার্সের মতে, আসতে এটি তুষ্টিপূর্ণ ছিল। আমার জন্য যা প্রয়োজনীয় ছিল তাই ছিল এটি।

তার মতে, চকলেট খেলে যেমন স্বাদ পাওয়া যায়, বালু খেয়ে তিনি তেমনটি পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৩
এসএফআই/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।