ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্নোডেনের তথ্যফাঁসকারী সাংবাদিকের বন্ধুকে জিজ্ঞাসাবাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৩
স্নোডেনের তথ্যফাঁসকারী সাংবাদিকের বন্ধুকে জিজ্ঞাসাবাদ

ঢাকা: এডওয়ার্ড স্নোডেনকে নিয়ে প্রতিবেদন প্রকাশকারী গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক গ্লেন গ্রিনওয়েলের বন্ধু ডেভিড মিরিন্ডাকে জিজ্ঞাসাবাদ করেছে ব্রিটিশ পুলিশ। রোববার দেশটির সন্ত্রাস আইনে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আটক করে নয়ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

হিথ্রো বিমানবন্দরে মিরিন্ডাকে আটকের পর তার সঙ্গে থাকা মোবাইল ফোন, ল্যাপটপ, মেমোরি কার্ড, ডিভিডি ইত্যাদি নিয়ে নেয় পুলিশ। মুক্তির আগে অবশ্য সেগুলো ফেরত দিয়ে দেওয়া হয়।

ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ মিরিন্ডাকে আটকের সত্যতা স্বীকার করলেও কেন তাকে আটক করা হয়েছে সে বিষয়ে ব্যাখ্যা দেয়িনি।

পুলিশের এহেন আচরণে হৈচৈ পড়ে গেছে গোটা ব্রিটেনজুড়ে। আটকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

এমনকি পুলিশকে কারণ দর্শানোর জন্য চিঠি লিখেছে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

এর আগে ব্রাজিল সরকার এই ঘটনাকে ‘গভীর উদ্বেগ’ এর কারণ উল্লেখ করে ‘অন্যায়’ বলে মন্তব্য করে।

২৮ বছর বয়সী ডেভিড মিরিন্ডা নামক ওই ব্রাজিলিয়ান তরুণকে রোববার বার্লিন থেকে মাতৃভূমি রিও ডি জেনেরিওতে যাওয়ার কালে হিথ্রো বিমানবন্দরে আটক করা হয়। পরে মিরিন্ডা মুক্তি পেয়ে বন্ধু বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মিরিন্ডার সাংবাদিক বন্ধু গ্লেন গ্রিনওয়েল (৪৬) এটাকে ‘আতংকের বার্তা’ বলে উল্লেখ করেছেন। আর ব্রিটিশ এমপি কেথ ভাজ জানান, হিথ্রো বিমানবন্দরে শিগগিরই ডেভিড মিরিন্ডার নয় ঘণ্টার আটকের বিষয় পূর্ণাঙ্গ বিবৃতি দেওয়া হবে।

গ্লেন গ্রিনওয়েল সাড়া জাগানো মার্কিন গোয়েন্দাদের ইন্টারনেটে নজরদারির তথ্যফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন সম্পর্কে লিখেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৩
সম্পাদনা: কেএইচ/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।