আগরতলা (ত্রিপুরা): প্রথমবারের মতো সিপিআই-এম কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরায়। আগামী ডিসেম্বর মাসে দলের কেন্দ্রীয় কমিটির সভা বসছে ভারতের একমাত্র বাম শাসিত রাজ্য ত্রিপুরায়।
রোববার রাতে শেষ হয়েছে সি পি আই (এম)’র কেন্দ্রীয় কমিটির সভা। শুক্রবার থেকে এই সভা শুরু হয়েছিল দিল্লিতে। সদ্য সমাপ্ত কেন্দ্রীয় কমিটির সভায় ঠিক হয়েছে আগামী কেন্দ্রীয় কমিটির সভা বসবে ত্রিপুরার রাজধানী আগরতলায়।
দেশে কমিউনিস্ট পার্টির ইতিহাসে এবারই প্রথম দলের কোন শীর্ষ সভা আয়োজিত হতে যাচ্ছে ত্রিপুরায়। ভারতের যে কয়েকটি রাজ্যে কমিউনিস্টদের শক্ত ঘাঁটি রয়েছে তার মধ্যে ত্রিপুরা অন্যতম। এখন সারা দেশের মধ্যে একমাত্র ত্রিপুরাতেই কমিউনিস্টদের সরকার রয়েছে।
সেদিক থেকে পার্টিতে ত্রিপুরার স্থান বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু গুরুত্বপূর্ণ হবার পরও এখানে কোনদিন দলের শীর্ষ স্তরের কোন সভা বা সম্মেলন হয় নি।
দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায় ত্রিপুরায় পার্টির শক্ত ভিত রয়েছে। কিন্তু রাজ্যে পরিকাঠামো এমন নেই যে এখানে কোন শীর্ষ সম্মেলন বা বৈঠক করা যায়। কিন্তু আমাদের দীর্ঘ দিনের ইচ্ছা ছিল এখানে কেন্দ্রীয় কমিটি বা পলিটব্যুরোর কোন সভা হোক। তাই এবারের কেন্দ্রীয় কমিটির সভায় আমরা প্রস্তাব রেখেছিলাম আগামী কেন্দ্রীয় কমিটির বৈঠক যাতে ত্রিপুরায় করা হয়।
কেন্দ্রীয় কমিটি সেই প্রস্তাবে সম্মত হয়েছে। পার্টির রাজ্য সম্পাদক বিজন ধর জানিয়েছেন ডিসেম্বর মাসে কেন্দ্রীয় কমিটির সভা বসবে আগরতলাতে। সম্ভবত সেটিই হবে আসন লোকসভার আগে পার্টির শেষ কেন্দ্রীয় সভা। তাই সেদিক থেকেও সে সভার বেশ গুরুত্ব থাকবে।
বর্তমানে সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন ত্রিপুরার ছয় সদস্য। তারা হলেন- বিজন ধর, অঘোর দেববর্মা, বাজুবন রিয়াং, খগেন দাস, বাদল চৌধুরী এবং রমা দাস।
বাংলাদেশ সময় : ২০২০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৩
তন্ময়/এসএস/জিসিপি