ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী নেতা বেনজির ভুট্রো হত্যা মামলায় অভিযুক্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ।
মঙ্গলবার সকালে রাওয়ালপিণ্ডির সন্ত্রাসীবিরোধী আদালতের পাবলিক প্রসিকিউটর চৌধুরী আজহারের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ সংবাদ প্রকাশিত হয়।
তিনি জানান, হত্যার সঙ্গে সম্পৃক্ততা, হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডে সহযোগিতার জন্য মোশাররফের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
তবে মোশাররফ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। মামলার শুনানি আগামী ২৭ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিণ্ডিতে একটি নির্বাচনী ৠালিতে বন্দুক ও বোমা হামলায় নিহত হন বেনজির ভুট্রো।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৩
জেডএস/এডিবি