ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরে শীর্ষ ব্রাদারহুড নেতা বদিই গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, আগস্ট ২০, ২০১৩
মিশরে শীর্ষ ব্রাদারহুড নেতা বদিই গ্রেফতার

ঢাকা: মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মুক্তি ও তাকে স্বপদে বহালের দাবিতে বিক্ষোভরত মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা মোহাম্মদ বদিইকে গ্রেফতার করেছে সেনা সমর্থিত বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনী। দেশটির সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।

সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার উত্তর কায়রোর নাসর শহরের একটি আবাসিক ফ্লাট থেকে মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বদিইকে(৭০) আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গত সপ্তাহে এর পাশেই এক রক্তক্ষয়ী অভিযানে বিক্ষোভকারীদের উচ্ছেদ করে নিরাপত্তা বাহিনী।

তারা জানিয়েছে, বদিইর লুকিয়ে থাকা স্থানের খোঁজ পাওয়ার পরেই তাকে আটক করা হয়। মিশরের সেনা সমর্থিত একটি সম্প্রচার মাধ্যম জানিয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে বদিইকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

বদিই ও তার অন্যতম সহযোগি খয়রাত এল শাতের বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। গত জুনে কায়রোতে অবস্থিত ব্রাদারহুডের প্রধান কার্যালয়ের সামনে  ব্রাদারহুড বিরোধী আট প্রতিবাদকারী হত্যাকাণ্ডে কথিত ভূমিকা থাকার অভিযোগে এ মাসেই তাদের আদালতে তোলা হবে।  

মুরসির ক্ষমতাচ্যুতির পরে বদিইকে মাত্র একবারই জনসম্মুখে দেখা গেছে। রাব্বা মসজিদের সামনে বিক্ষোভের সময় তাকে দেখা গিয়েছিল। এরপর থেকেই তিনি আত্মগোপন করেন।

এখন তার গ্রেফতারের পর ব্রাদারহুডের অধিকাংশ নেতাই সেনা সমর্থিত সরকারের হাজতে রয়েছে। সম্প্রতি গত কয়েকদিনে ১’শর বেশি ব্রাদারহুড নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মিশরের সরাষ্ট্র মন্ত্রণালয় এর ফেইসবুক পেইজে বদিইর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তাকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছে। ক্যাপশনে তারা লিখেছে, পাবলিক প্রসিকিউটরের সিদ্ধান্ত অনুযায়ী মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ বদিইকে গ্রেফতার করা হয়েছে। সংগৃহীত তথ্য ও পর্যবেক্ষণ অনুযায়ী কায়রোর নিরাপত্তা বাহিনীর অপরাধ তদন্তের নির্দেশনার মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বলেন, বাদিকে মঙ্গলবার ভোরের দিকে গ্রেফতার করা হয়।

এর আগে শনিবার সেনা সমর্থিত মিশরীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে ডাকা ‘ক্রোধের দিনে’  রামসেস স্কয়ারে বিক্ষোভ করার সময় বুলেটবিদ্ধ হয়ে বদিইর ছেলে আম্মর বদিই (৩৮) নিহত হন।

বুধবার থেকে বিক্ষোভকারীদের উচ্ছেদে চালানো নিরাপত্তা বাহিনীর অভিযানে ১’শ পুলিশসহ এখন পর্যন্ত প্রায় ৯’শ মানুষ নিহত হয়েছেন।

রোববারে কায়রোতে একটি প্রিজন ভ্যানে ইসলামপন্থী বিক্ষোভকারী সন্দেহে ৩৬ জন পুলিশ নিহত হয়।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৩
কেএইচকিউ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।