ঢাকা: বিশেষ বিমানে করে হাসপাতালে নিতে হল ৬১০ কেজি (১৩৪৫ পাউন্ড) ওজনের এক সৌদি নাগরিককে। তাকে বের করার জন্য বাড়ির কিছু অংশ ভাঙতে হয়।
খালিদ মোহসিন শায়েরি গত আড়াই বছর ধরে তার শোবার ঘর থেকে বের হতে পারেননি। সৌদি বাদশাহ আব্দুল্লাহ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন। কিন্তু খালিদকে সাথে সাথেই চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। তার চিকিৎসার জন্য আনাতে হয়েছে যুক্তরাষ্ট্রে নির্মিত বিশেষ বিছানা।
২০ বছর বয়সী খালিদকে সোমবার রিয়াদে বাদশাহ ফাহদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে জাযান শহর থেকে বিশেষভাবে আকাশ পথে রিয়াদের এই হাসপাতালে নিয়ে আসা হয়।
কয়েকটি সরকারি সংস্থার তত্ত্বাবধানে ঘরের এক অংশ ভেঙ্গে তাকে দোতলা থেকে নিচে নামানো হয়। এরপর একটি লিফট সংযুক্ত ট্রাকের মাধ্যমে অ্যাম্বুলেন্সে উঠিয়ে স্থানীয় বিমান বন্দরে নেওয়া হয়। সেখান থেকে একটি বিশেষ বিমানে অবশেষে হাসপাতালে পৌঁছেন খালিদ।
খালিদের এক আত্মীয় রয়টার্সকে বলেন, ‘আমরা এ মুহূর্তটির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি। একাজ নিরাপদে সফল করতে বাদশাহ স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাকে সকল বিপদ থেকে রক্ষা করুক। তিনি দীর্ঘজীবী হোন। ’
রয়টার্সের দেওয়া তথ্যানুসারে, খালিদের অন্য দুই ভাইবোনের ওজনও অনেক বেশি। তবে এখন পর্যন্ত তারা হাঁটতে পারছে।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ বছরে এর আগেও এ ধরনের স্থূলকায় রোগীদের চিকিৎসা সেবা দিয়েছে। এর মধ্যে ৬৬১ ও ৭৭১ পাউন্ড ওজনের দুই সহোদরও ছিলো।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৩
কেএইচকিউ/বিএসকে