ঢাকা: প্রধানমন্ত্রী মনমোহন সিংহের আসনে বসে গেলেন ভারতের বিরোধীদলীয় নেত্রী সুষমা স্বরাজ। না, স্থায়ীভাবে নয়, একেবারেই ভুলবশত এবং কয়েক সেকেন্ডের জন্য তিনি প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন।
সামান্য ভুল বোঝাবুঝিতেই মঙ্গলবার সকাল সোয়া এগারটার দিকে কেন্দ্রীয় সংসদে (লোকসভা) এ অদ্ভুত ঘটনাটি ঘটে যায়।
সংসদে গেলে প্রায় সবারই খোঁজ খবর নেন সুষমা। ক’দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিনধের অস্ত্রোপচার হয়। তাই মঙ্গলবার প্রথমবারের মতো সংসদ মুলতবি ঘোষণা করা হলে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে যান সুষমা। কথা বলতে বলতে বসে যান সিনধের পাসের খালি আসনটিতে। মুহূর্তের জন্য তিনি ভুলে যান সিনধের পাশের এই ফাঁকা আসনটি যে খোদ প্রধানমন্ত্রী মনমোহনেরই। প্রধানমন্ত্রী তখন বিরতির ফাঁকে আসন ছেড়ে অন্যত্র গিয়েছিলেন। তবে মনে হতেই দ্রুত উঠে পড়েন সুষমা।
এ অদ্ভুত ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারে বেশ কিছু মজার পোস্ট করা হয়।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৩
এইচএ/আরআইএস