ঢাকা: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে বিদ্রোহীরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, রাসায়নিক পদার্থবাহী রকেট হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।
বিদ্রোহীরা জানিয়েছে, ক্ষমতাসীন বাহিনী বুধবার সকালে বিষাক্ত রাসায়নিক গ্যাস যুক্ত রকেট হামলা চালায়।
দেশটির সরকারি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছে। তারা এ অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
সিরিয়ার যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন জানিয়েছে, বিস্ফোরিত গোলাটির তীব্রতা অনেক বেশি ছিল। এটি জামালকা, আরবীন ও ইন তার্মার পূর্বাঞ্চলে আঘাত হানে। এ আঘাতে ১০ জন নিহত হয়েছে। অন্যদিকে স্থানীয় সমন্বয় কমিটি জানিয়েছে, এ আঘাতে প্রায় শতাধিক নিহত ও আহতের ঘটনা ঘটেছে।
দামেস্কে এ হামলার পর হতাহতের কোন নির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি। দেশটির সরকার এ ব্যাপারে সরাসরি এখনও কোন মন্তব্য করেনি।
তবে ইউটিউবে বিদ্রোহীদের আপলোড করা একটি ভিডিওতে আহত অনেককেই অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিতে দেখা গেছে।
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে গত রোববার জাতিসংঘের পর্যববেক্ষকদের একটি দল দেশটিতে পৌঁছেছে। ঠিক তার পরপরই এ ঘটনায় বিদ্রোহিদের পক্ষ থেকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠল।
দেশটির চলমান সংঘাতে সরকার ও বিদ্রোহী উভয় দলই একে অপরের বিপক্ষে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করছে।
কিন্তু চলমান সংঘাতের মধ্যে এ মুহূর্তে কোন পক্ষের দাবিই স্বাধীনভাবে খতিয়ে দেখা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৩/আপডেটেড: ১৬২০ ঘণ্টা
কেএইচকিউ/এইচএ/জিসিপি