ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাসায়নিক অস্ত্র ব্যবহারে সিরিয়ায় নিহত কয়েকশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, আগস্ট ২১, ২০১৩
রাসায়নিক অস্ত্র ব্যবহারে সিরিয়ায় নিহত কয়েকশ

ঢাকা: সিরিয়ার বিরোধীদল দাবি করছে, আসাদ বাহিনী দেশটিতে চলমান সহিংসতায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে। দামেস্কে বিদ্রোহীদের উপর রাসায়নিক গ্যাস ব্যবহারের ফলে দেশটিতে ছয় শতাধিক লোক নিহত হয়েছে।



বুধবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানা যায়।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘সানা’ বিরোধীদের এমন দাবিকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছে। একইসঙ্গে সিরিয়ায় জাতিসংঘের পরিদর্শকদের বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

বিরোধীদলের দীর্ঘদিনের এমন অভিযোগের পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলাদঁ বিষয়টি জাতিসংঘে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। সেইসঙ্গে জাতিসংঘের পরিদর্শকদের দামেস্ক এলাকা পরিদর্শনের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয় সিরিয়া সরকারের প্রতি। আরব লীগও একই দাবি করেছে।

তবে ঘটনাস্থল থেকে ইউটিউবে আপলোড করা একটি ভিডিও দেখা যায়, আহতদের অনেককেই অস্থায়ী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। এদের অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৩
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।