ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হোসনি মোবারক মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, আগস্ট ২২, ২০১৩
হোসনি মোবারক মুক্ত

ঢাকা: মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে মুক্তি দেয়া হয়েছে। সোমবার হেলিকপ্টার করে কায়রোর তোরা কারাগার থেকে তাকে বাইরে নিয়ে যাওয়া হয়।

আটকাবস্থার বিরুদ্ধে আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তি পেলেন মোবারক। তার এ মুক্তির পেছনে সেনাবাহিনীর হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এতে দেশের চলমান পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে।

৮৫ বছর বয়সী মোবারকের বিরুদ্ধে দুর্নীতি ও ২০১১ সালে তার বিরুদ্ধে আন্দোলন চলাচালে হত্যাকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৩
এসএফআইএস/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।