ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারত নারীদের জন্য নরক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, আগস্ট ২৩, ২০১৩
ভারত নারীদের জন্য নরক!

ঢাকা: গত বছরের ১৬ ডিসেম্বর ভারতের রাজধানী দিল্লিতে আলোচিত ধর্ষণের ঘটনার কয়েক দিন আগে সফর গুটিয়ে নিজ দেশে চলে যান মিশেলা ক্রস।

মাস তিনেকের ওই সফর ভারতের প্রাকৃতিক সৌন্দর্য আর রূপ মনে ধরেছে তার, কিন্তু ভ্রমণকালে কিছু বিশ্রী অভিজ্ঞতার কারণে মানসিক চাপে ভুগছেন তিনি।



ভারতকে পর্যটনের দিক থেকে আকাশে তুলে, আবার ধূলোয় মিশিয়েছেন এ মার্কিনি। তিনি বলেছেন, ভারত পর্যটকদের জন্য স্বর্গ আর নারীদের জন্য নরক!

শিকাগো বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী সিএনএন আইরিপোর্টে একটি স্টোরিতে তিনি নিজের মানসিক অবস্থার কথ‍া তুলে ধরেছেন। এ সমস্যার কারণে তিনি এখন বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়েছেন।

রোজ চাসম নামে ক্রসের ‘ভারত: যে গল্প আপনারা কখনও শুনতে চাইবেন না’ (ইন্ডিয়া: দ্য স্টোরি ইউ নেভার ওয়ান্টেড টু হিয়্যার) শিরোনামের স্টোরিটি সারা বিশ্বে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। বুধবার আপলোড হওয়ার পর সেদিন সকালের মধ্যেই আট লাখেরও বেশি পাঠক তার স্টোরিটি পড়েছে।

ধবধবে ফর্সা চেহারা আর লাল রঙা চুলের ক্রস লিখেছেন, ‘আমি কি তাদেরকে পুনেতে আমাদের প্রথম রাতের কথা বলব যখন আমরা গণেশ উৎসবে নেচেছিলাম এবং স্থান ত্যাগ করলাম? অথবা যখন আমেরিকান নারীরা নাচতে শুরু করলে তখন আসলে কিভাবে উৎসব বন্ধ হল তা বলব কি?’

তিনি বলেছেন, পুরুষদের একটি চক্র তাদের প্রতিটি গতিবিধির ওপর লক্ষ্য রেখেছিল।

শপিং করতে গিয়েও বিপত্তির সম্মুখীন হয়েছেন তারা। তিনি বলেছেন, অনেক পুরুষ ইচ্ছে করেই গায়ে গা ঘেঁষেছেন, শরীরের বিভিন্ন স্পর্শকতার অংশে হাত দিয়েছেন।

ক্রসকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়‍ার সময় পুরুষদের বাজে মন্তব্য শুনতে হয়েছে, দেখতে হয়েছে কুরুচিপূর্ণ আচরণ।

তিনি লিখেছেন, এভাবেই পর্যটকদের স্বর্গ আর নারীদের নরকে আমাকে তিন মাস অতিবাহিত করতে হয়েছে।

ক্রসের পড়াশোনার মেজর বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়া নিয়ে গবেষণা করা। এ সংক্রান্ত কাজে তিনি ভারত ভ্রমণ করেন।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র সিএনএনকে নিশ্চিত করেছেন, ক্রস তাদের শিক্ষার্থী। কিন্তু তার মানসিক কারণে ছুটির ব্যাপারে কিছু জানায়নি। তিনি ‍জানান, তারা দেশে ও দেশের বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রতিশ্রুতবদ্ধ।

১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী মেডিকেল ছাত্রী গণধর্ষণের শিকার হলে তা ভারত ও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় তুলে। ভারতের প্রতিটি রাজ্যে বিশেষ করে রাজধানীতে নারীদের নিরাপত্তা জোরদারের দাবি উঠে জোরেশোরে।

কিন্তু এরই মধ্যে ঘটে আরও বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা। ৫ বছরের শিশুও হয়েছে ধর্ষণের শিকার। যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ডের তিন নারী পর্যটক হয়েছেন গণধর্ষণের শিকার হয়েছেন।

জুনের প্রথম সপ্তাহে একজন আইরিশ ও একজন যথাক্রমে মার্কিনি ভারতের কলকাতা ও মানালিতে ধর্ষিত হন।

১৫ মার্চ মধ্য প্রদেশে ৩৯ বছর এক সুইস পর্যটক একদল ভারতীয় পুরুষ ধর্ষণ করে। ওই নারী স্বামীও বেদমভাবে পেটায় ধর্ষকরা। এর চার দিন পর ধর্ষিত হবেন-এ ভয়ে তাজমহল নগরী আগ্রার একটি হোটেলের বেলকনি থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি। ওই ব্রিটিশ নারী পর্যটকের দাবি, হোটেলের ম্যানাজার মাতাল হয়ে তার কক্ষে জোর করে প্রবেশে চেষ্টা করেছিল।

ধর্ষণ প্রভাব ভারতের পর্যটন শিল্পে বেশ ভালোভাবেই পড়েছে। ধর্ষণের মতো নারী নির্যাতন ঘটনা বাড়তে থাকায় ভারতে নারী পর্যটকদের আনাগোনা কমছে। অ্যাসোসিয়েটেড চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে গত বছরের তুলনায় নারী পর্যটকদের সংখ্যা ৩৫ শতাংশ কমেছে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৩
এসএফআই/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।