ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালদ্বীপের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৩
মালদ্বীপের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঢাকা: ভারত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শনিবার সকালে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদের ভোট প্রদানের মধ্য দিয়ে নতুন সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা সারি লক্ষ্য করা গেছে। এছাড়া, এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

পর্যবেক্ষকরা বলছেন, প্রথমবারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট হয়েও পুলিশ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার ১৮ মাস পর ফের মোহাম্মদ নাশিদই দেশটির সর্বোচ্চ অধিকর্তা নির্বাচিত হতে চলেছেন।

গত বছরের ফেব্রুয়ারিতে নিরাপত্তা বাহিনীর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত মোহাম্মদ নাশিদ এবং তার আসনে অধিষ্ঠিত হন মোহাম্মদ ওয়াহিদ।

প্রেসিডেন্ট পদে মোহাম্মদ ওয়াহিদসহ চারজন লড়াই করলেও পরিবেশ রক্ষায় সচেতন করতে সমুদ্রের নিচে মন্ত্রিসভার বৈঠক করা নাশিদই প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্ট পদে লড়াই করা অন্য দুই প্রার্থী হলেন শিল্পপতি জসিম ইব্রাহীম এবং সাবেক স্বৈরশাসক মামুন আবদুল গাইয়ুমের সৎ ভাই আবদুল্লাহ ইয়ামিন।

নিজের ভোট প্রদান শেষে প্রেসিডেন্ট ওয়াহিদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের প্রস্তুতি ভাল ছিল এবং ভোটগ্রহণও ভালভাবে চলছে, আশা করছি সবকিছু ঠিক থাকবে। এছাড়া ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন বলেও জানান ওয়াহিদ।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৩
এইচএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।