ঢাকা: চাঁদ সম্পর্কে আরও অনেক তথ্য দরকার পৃথিবীবাসীর। কারণ ভবিষ্যতে সে চাঁদকেও তার নিবাসস্থলে পরিণত করতে চায়।
শুক্রবার রাত ১১টা ২৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উপকূলীয় লঞ্চপ্যাড থেকে ৯০ ফুট দীর্ঘ রকেটটি উৎক্ষেপিত হয়। ধারণা করা হয়েছিল, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে সমুদ্র তীরাঞ্চল থেকে রকেটটি দেখা যাবে। কিন্তু ওই দিন আকাশ পরিষ্কার ছিল না। কর্তৃপক্ষ জানায়, আকাশ পরিষ্কার থাকলে ক্যারোলিনা, উত্তর মেরিন, পশ্চিম ভার্জিনিয়া ও পিটসবার্গের বাসিন্দারা রকেটটি দেখতে পেতো।
নাসা জানিয়েছে, লুনার অ্যাটমোসফেয়ার অ্যান্ড ডাস্ট এনভায়রনমেন্ট এক্সপ্লোরার (লাডী) এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, এটা চাঁদের চারপাশে পরিভ্রমণ করে এর বায়ুমণ্ডল সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠাবে, লাডী চাঁদের আকাশে ধূলিকণার অস্তিত্বের ওপরেও পরীক্ষা চালাবে।
নাসা আরও জানিয়েছে, এসব চাদের পরিবেশের বৈশিষ্ট্য বুঝে ওঠার মাধ্যমে বহুদিনের অজানাকে জানা যাবে, এর ফলে বিজ্ঞানীরা মহাবিশ্বের অন্যান্য গ্রহের বায়ুমণ্ডল সম্পর্কেও সহজে জানতে পারবেন।
লাডির প্রজেক্ট ম্যানেজার বাটলার হাইন জানিয়েছিলেন, উৎক্ষেপণের প্রায় এক মাস পর লাডি কাজ শুরু করবে। কর্মপরিকল্পনার ৪০ দিনের প্রথম ৩০ দিন রোবটটি চাঁদের ভূপৃষ্ঠের ওপরে অবস্থান নিয়ে বাতাসের উপাদান যাচাই-বাছাই করবে।
চাঁদের অবস্থানের উপর নির্ভর করে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ২ লক্ষ ২৩ হাজার ৭’শ মাইল থেকে ২ লক্ষ ৫১ হাজার ৭’শ মাইল।
নাসা আশা করছে, আগামী ৬ অক্টোবরের মধ্যেই লাডী চাঁদে পৌঁছে যাবে। |
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৩
কেএইচকিউ/আরআইএস