ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রায়কে প্রথম ধাপ আখ্যা দিল ভারতীয় হাইকমিশন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৩
রায়কে প্রথম ধাপ আখ্যা দিল ভারতীয় হাইকমিশন

ঢাকা: ফেলানী হত্যা রায়কে বিচারের প্রথম ধাপ উল্লেখ করে বিবৃতি দিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। এছাড়া এ মামলার ন্যায়বিচারে কেউ দোষী প্রমাণিত হলে তার উপযুক্ত শাস্তি প্রাপ্তির আশাবাদও ব্যক্ত করেছেন হাইকমিশনের পক্ষে বিবৃতি প্রদানকারী মুখপাত্র।



শনিবার এক বিবৃতিতে মুখপাত্র বলেন, সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আদালতে যে বিচার হয়েছে সেটা ছিল বিচার প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ। আইনের যথাযথ প্রক্রিয়ায় এখানে রায় পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ রয়েছে এবং কর্তৃপক্ষ সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে।

ন্যায়বিচারে কেউ দোষী প্রমাণিত হলে তাকে শাস্তি দেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে কিশোরী ফেলানীকে গুলি করে হত্যা করেন ভারতের ১৮১ ব্যাটেলিয়নের চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

ওই হত্যাকাণ্ডের পর স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং বাংলাদেশ সরকারের চাপের মুখে বিচার প্রক্রিয়া শুরু করা হলেও শুক্রবার ফেলানী হত্যার প্রধান আসামী অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা দিয়ে খালাস প্রদান করে বিএসএফের বিশেষ আদালত।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৩/আপডেট ২০১৮ ঘণ্টা
এইচএ/জেএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।