ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালদ্বীপের নির্বাচনে ফের লড়তে হচ্ছে নাশিদকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৩
মালদ্বীপের নির্বাচনে ফের লড়তে হচ্ছে নাশিদকে

ঢাকা: ভারত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের সাধারণ নির্বাচনে জয়লাভ করেও দ্বিতীয় দফায় লড়তে হচ্ছে গত বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো রোববার জানিয়েছে, সরকার গঠনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে না পারায় দ্বিতীয় দফার নির্বাচনে লড়তে হচ্ছে তাকে।



শনিবারের নির্বাচনে ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের পক্ষে থেকে জানানো হয়, চার প্রার্থীর মধ্যে নাশিদ একাই ৪৫ শতাংশ জনসমর্থন পেয়েছেন। তবে আইন অনুযায়ী কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচনের আয়োজন করা হবে। আগামী ২৮ সেপ্টেম্বরের পরবর্তী নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

নির্বাচন কমিশন জানায়, শনিবারের ফলাফলে ২৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান দখল করেছেন সাবেক স্বৈরশাসক মামুন আবদুল গাইয়ুমের সৎভাই ইয়ামিন আবদুল গাইয়ুম। শিল্পপতি কাসিম ইব্রাহীম পেয়েছেন ২৪ শতাংশ ভোট, আর পুলিশ অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়া মোহাম্মদ ওয়াহিদ পেয়েছেন মাত্র ৫ শতাংশ ভোট। সে হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী ইয়ামিনই লড়তে যাচ্ছেন নাশিদের সঙ্গে।

উল্লেখ্য, মামুন আবদুল গাইয়ুমের দীর্ঘ ৩০ বছরের শাসন শেষে ২০০৮ সালের প্রথম নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন মোহাম্মদ নাশিদ। কিন্তু ২০১২ সালে এক পুলিশ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। তারপর বেশ কিছুদিন দেশটিতে অস্থিতিশীলতা দেখা দিলেও সম্প্রতি নির্বাচনকে ঘিরে ফের শান্ত হয়ে ওঠে পর্যটনের জন্য প্রসিদ্ধ এই দ্বীপ রাষ্ট্রটি।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৩
এইচএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।