ঢাকা: উত্তর আফ্রিকার আরব দেশ তিউনিশিয়ায় কট্টর ইসলামপন্থি সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে দশ হাজারেরও বেশি মানুষ।
গত জুলাইয়ে নিহত বিরোধীদলীয় সাংসদ মোহাম্মদ ব্রাহিমির চল্লিশা উপলক্ষ্যে শনিবার দেশজুড়ে বিক্ষোভে নামে দেশটির বিরোধীদলের হাজারো সমর্থক।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ব্রাহিমি হত্যার আগে ফেব্রুয়ারিতে নিহত বামপন্থি নেতা শকরি বেলায়েদের সমর্থকরাও সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন, জাতীয় পতাকা, ব্রাহিমি ও শকরি বেলায়েদের ছবি নিয়ে আননাহদা পার্টি ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন রাজধানী তিউনিসের বিক্ষোভকারীরা।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে ব্যর্থ হওয়ায় সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করেন তারা।
বিক্ষোভের ডাক দেওয়া ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট (এনএসএফ) বলছে, এ সপ্তাহের সামনের দিনগুলোতে আরও ব্যাপক আকারে বিক্ষোভের ডাক দেওয়া হবে।
অন্যদিকে, সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর গত আগস্ট থেকে সরকারের পক্ষে বিক্ষোভ সমাবেশ করে আসছে আননাহদা পার্টিও। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচিত বৈধ সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করার প্রশ্নই আসে না।
পাল্টাপাল্টি কর্মসূচিতে অচলাবস্থা দেখা দিলেও দেশটির বিরোধীদল ও ক্ষমতাসীন আননাহদা পার্টির মধ্যকার আলোচনা এখন পর্যন্ত কোনো কার্যকর ফল বয়ে আনতে পারেনি।
বিরোধীদলগুলো সাংসদ ব্রাহিমি, বামপন্থি নেতা শকরি বেলায়েদ এবং অন্য নেতাদের হত্যার জন্য ক্ষমতাসীন আননাহদা পার্টিকে দোষারোপ করলেও সরকার এ জন্য কট্টর সালাফিপন্থি জঙ্গিদের দায়ী করছে।
উল্লেখ্য, ২০১১ সালে আরব বসন্তের সময় স্বৈরশাসক বেন আলীর পতনের পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে কট্টর ইসলামপন্থি আননাহদা পার্টি।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৩
এইচএ/বিএসকে