ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, সেপ্টেম্বর ৮, ২০১৩
দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ!

ঢাকা: কম্পিউটারে ইংরেজি টাইপ শেখার ক্ষেত্রে একটি অদ্ভুত বাক্যের প্রচলন হয়।

ইংরেজির সবগুলো বর্ণমালার সমন্বয়ে তৈরি বাক্যটি ছিল ‘দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ’।

ভাবানুবাদে এর অর্থ দাঁড়ায়, দ্রুতগামী বাদামী রঙা শিয়ালটি অলস কুকুরটির ওপর দিয়ে লাফ দিয়েছে।

এটি বাক্য হিসেবে প্রচলিত হয়ে গেলেও কেউ হয়তো ভাবেনি তা বাস্তবে কখনো দেখা যাবে। কিন্তু সেই অবাস্তব ভাবা বাক্যটিই বাস্তব হয়ে গেল!

যুক্তরাজ্যের নর্থ ওয়েলসের করওয়েনে এলাকায় খেলতে খেলতে এই প্রবাদটিকে সত্য প্রমাণ করলো রোজি নামের একটি ধূর্ত শিয়াল ও ম্যাডি নামের একটি অলস কুকুর!

বিস্ময়কর এই ছবিটি নিজের বাড়ির পাশ থেকে ক্যামেরাবন্দি করেছেন ম্যাডি ও রোজির মালিক রিচার্ড বোলার ।

তবে তাদের এই খেলা এমনিতেই শুরু হয়নি। শৈশবে রোজিকে কুড়িয়ে পান ম্যাডির মালিক রিচার্ড। তারপর একই সঙ্গে বড় হয়ে ওঠে দা-কুমড়ো স্বভাবের দু’টি প্রাণী।

একই পরিবেশে বেড়ে ওঠায় তারা নিজেদের বৈপরীত্য উপলব্ধি করতে পারেনি। তাই সবসময়ই খেলা করে দু’জন।

রিচার্ড এই ছবি তোলার পেছনের গল্প তুলে ধরে বলেন, ম্যাডি সবসময়ই প্রস্তর খণ্ড খুঁজে বেড়ায়, আর রোজি সেটাকে চুরি করতে ভালবাসে।

রোজি প্রস্তর খণ্ড পছন্দ না করলেও যখন সেটা ম্যাডির মুখে দেখে তখন নিজের সকল চাতুর্য দিয়ে চুরি করার চেষ্টা করে!

তবে তাদের এই চুরি-চুরি খেলা কখনোই মন খারাপের দিকে যায় না। কারণ দু’জনেই এমন খেলায় অভ্যস্ত। তাছাড়া, ম্যাডিও প্রায়ই রোজিকে ধাওয়া করে, আর রোজিও ম্যাডির ধাওয়া খেতে পছন্দ করে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৩
এইচএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।