ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে সহিংসতায় নিহত ১২, সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৩
ভারতে সহিংসতায় নিহত ১২, সেনা মোতায়েন

ঢাকা: ভারতের উত্তর প্রদেশের মুজাফফর নগরে দু’টি সম্প্রদায়ের মধ্য সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় অর্ধশত ব্যক্তি।



স্থানীয় সংবাদ মাধ্যমগুলো রোববার জানিয়েছে, শনিবার বিকেল থেকে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে। সহিংস এলাকায় সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে কোন দু’টি সম্প্রদায়ের মধ্যে এ সংঘর্ষ বেধেছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।

সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে দু’জন সাংবাদিকও রয়েছেন। রাজেশ বার্মা নামে একজন ফ্রিল্যান্স টেলিভিশন প্রতিবেদকের পরিচয় পাওয়া গেলেও চিত্রগ্রাহক আরেক সাংবাদিকের নাম জানা যায়নি।

সহিংসতা ঠেকাতে মুজাফফরনগর ও তার আশপাশের এলাকাগুলোতে এক সপ্তাহের জন্য কারফিউ জারি করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে গোটা উত্তর প্রদেশে। তারপরও রোববার শাহাপুরে পুলিশ স্টেশন এলাকায় গুলি বিনিময়ের খবর পাওয়‍া গেছে।

জানা গেছে, গত ২৭ আগস্ট কাওয়ালে সংঘর্ষের ঘটনায় তিন জন নিহত হওয়ার জের ধরে শনিবার মুজাফফরনগরে সহিংসতা ছড়িয়ে পড়ে।

উত্তর প্রদেশের নিরাপত্তা কর্মকর্তা অরুণ কুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জনৈক নারীর নিপীড়নের ঘটনাকে কেন্দ্র করে ২৭ আগস্ট সহিংসতার ঘটনা ঘটে।

তবে সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করে সকল শান্ত থাকার আহ্বান জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এছাড়া, সহিংসতা হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৩
এইচএ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।