ঢাকা: অস্ট্র্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী টনি অ্যাবট সাইকেলে চড়ে চূড়ান্ত বিজয় উদযাপন করেছেন। রোববার চূড়ান্তভাবে বিজয় লাভের পর তিনি সাইকেলে চালিয়ে জনতার খুব কাছাকাছি চলে যান।
অস্ট্রেলিয়ায় গতকাল শনিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী কেভিন রাডের দলকে বড় ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছে বিরোধী নেতা টনি অ্যাবটের দল।
গতকাল রাতে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে নির্বাচন কমিশন জানায়, প্রতিনিধি পরিষদের মোট ১৫০টি আসনের মধ্যে টনি অ্যাবটের রক্ষণশীল লিবারেল ন্যাশনাল জোট ৯০টির বেশি আসন পেতে যাচ্ছে। আর কেভিন রাডের লেবার দল ৫৫টি আসন পেতে পারে।
এর আগে পরাজয় মেনে নিয়ে কেভিন রাড ঘোষণা দেন, লেবার দলের নেতৃত্বের জন্য তিনি ভবিষ্যতে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
রোববার সিডনিতে সাংবাদিকদের অ্যাবট ভবিষ্যতে অস্ট্রেলিয়াকে আরো শক্তিশালী করার লক্ষে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেন।
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াকে আরো শক্তিশালী ও সুন্দর ভবিষ্যত নির্মাণে আমি কাজ করে যাব। ’
নির্বাচন কমিশনের সর্বশেষ প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ১৫০ আসন বিশিষ্ট প্রতিনিধি পরিষদে অ্যাবটের রক্ষণশীল জোট ৮৮ ও লেবার পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৭টি আসন।
এদিকে দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী কেভিন রাড পরাজয় মেনে নিয়ে নতুন সরকারকে সব ধরণের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৩
কেএইচ/এসআরএস