ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বাসভবন হোয়াইট হাউজের সামনে যুদ্ধ বিরোধী বিক্ষোভ হয়েছে। ওবামার সাম্প্রতিক কিছু বক্তৃতায় সিরিয়ায় যুদ্ধ জড়ানোর ইঙ্গিত পাওয়ার পর রোববার কয়েকশ লোক এই বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।
বিক্ষোভকারীরা কংগ্রেসেকে এই যুদ্ধে সম্মতি না দেওয়ার আহ্বান জানায়। এসময় তারা সিরিয়া হামলার বিরুদ্ধে নানা স্লোগান দেয়। তাদের প্লেকার্ডে ইরাক, আফগানিস্তান, লিবিয়ায় সীমাহীন যুদ্ধের কথা উঠে আসে।
এছাড়া কর্পোরেট স্বার্থে আর কোন যুদ্ধ চলবে না, ভূল তথ্যের ভিত্তিতে সিরিয়া হামলা হচ্ছে, তারা যুদ্ধকে হ্যা বলে; আমরা যুদ্ধকে না বলি প্রভৃতি স্লোগানে মুখরিত হয়ে উঠে হোয়াইট হাইজ প্রাঙ্গন।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, সিরিয়ায় হামলা চালানো ওয়াশিংটনের উচিত হবে না। মাত্র ১৯ শতাংশ নাগরিক সিরিয়ায় সামরিক হামলার প্রতি সমর্থন জানিয়েছে।
মার্কিন কংগ্রেসের অনেক সদস্য বলেছেন, তাদের নির্বাচিত এলাকার বহু মানুষ মনে করেন, ২১ অক্টোবর রাসায়নিক হামলার অজুহাতে সিরিয়ায় হামলা চালানো ওয়াশিংটনের উচিত হবে না।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৩
কেএইচ/এসআরএস