ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়া যাচ্ছেন ইরানের উপমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৩
রাশিয়া যাচ্ছেন ইরানের উপমন্ত্রী

ঢাকা: সিরিয়া ইস্যুতে আলোচনার জন্য রাশিয়া সফরে যাচ্ছেন আরব ও আফ্রিকা বিষয়ক ইরানের উপমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। সোমবার তিনি মস্কোর উদ্দেশ্যে তেহরান ছাড়বেন বলে ইরানের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।



এ সফরে আব্দুল্লাহিয়ান রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সিরিয়ায় সামরিক হামলার জন্য মার্কিন কংগ্রেস সোমবার প্রেসিডেন্ট বারাক ওবামার একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি করবে। যুদ্ধ-প্রস্তাব পাসের জন্য এরইমধ্যে ওবামা কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন।

এছাড়া রোববার ওবামা কংগ্রেস সদস্যদের যুদ্ধ-প্রস্তাবের প্রতি সমর্থন আদায়ের জন্য সিরিয়ায় রাসায়নিক গ্যাসের ব্যবহারের উপর ভিডিও প্রকাশ করেছে। ভিডিও দেখা যায়, একটি ঘরে এলোমেলোভাবে অনেক শিশুর মৃতদেহ পড়ে আছে।

গত ২১ আগস্ট সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ হিসেবে বিভীষিকাময় দৃশ্যের ১৩টি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে পাঠানো ভিডিওগুলো রোববার অনলাইন সংস্করণে প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।  

এদিকে রোববার বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ওবামা প্রশাসন সিরিয়ায় তিনদিনের সামরিক হামলার পরিকল্পনা কষছেন।

লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, পেন্টাগনের রণকৌশলীরা এখন আরও বিস্তৃত পরিসরে এবং ব্যাপকভিত্তিতে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৩
কেএইচ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।