ঢাকা: সিরিয়ায় রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ আন্তর্জাতিক চুক্তিতে সই করবে-এ মর্মে একটি ডিক্রিতে সই করেছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব বান কি মুনের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানান।
ওই বিবৃতিতে বলা হয়েছে, (জাতিসংঘের) মহাসচিব সিরিয়ার সরকারের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। চিঠিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাশার (রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ) কনভেশনে যুক্ত হতে একটি সরকারি ডিক্রিতে সই করে করেছেন।
চুক্তি কার্যকর করার আগে থেকে সিরিয়া চুক্তির বিধান মেনে চলবে বলে জানানো হয় বিবৃতিতে।
জাতিসংঘের ওই বিবৃতিতে বলা হয়, মহাসচিব আশাবাদী যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় জেনেভার আলোচনা সিরিয়াকে দ্রুত চুক্তিতে সই করতে এগিয়ে নিয়ে যাবে। সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা।
সিরিয়া আন্তর্জাতিক কর্তৃপক্ষের হাতে রাসায়নিক অস্ত্র হস্তান্তর করতে যাচ্ছে-রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভশন রোশিয়া ২৪কে দেওয়া সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এমন ঘোষণার পরই জাতিসংঘ এ তথ্য জানাল।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বাশারের বরাত দিয়ে জানায়, রাশিয়ার কারণে আন্তর্জাতিক কর্তৃপক্ষের হাতে রাসায়নিক অস্ত্র হস্তান্তর করতে যাচ্ছে সিরিয়া। তাদের এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের হুমকির কোনো প্রভাব ফেলেনি।
যুক্তরাষ্ট্রের অভিযোগে, ২১ আগস্ট রাজধানী দামেস্কে বিদ্রোহীদের ওপর বিষাক্ত গ্যাস ব্যবহার করেছে বাশার বাহিনী। কিন্তু সিরিয়ার সরকার এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছে। রাসায়নিক অস্ত্র হামলায় বিদ্রোহীদের দোষারোপ করছেন বাশার।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৩
এসএফআই/জিসিপি