ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাসায়নিক অস্ত্র হস্তান্তর করবে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৩
রাসায়নিক অস্ত্র হস্তান্তর করবে সিরিয়া

সিরিয়ার কাছে যে রাসায়নিক অস্ত্রের মজুদ আছে তা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের হাতে তুলে দেয়ার অঙ্গীকার করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

বৃহস্পতিবার দামেস্কে রাশিয়ার সরকারি টেলিভিশন রোশিয়া২৪ কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান আসাদ।



আসাদ জানান, ‘আমরা যখন দেখতে পাবো যে মার্কিন যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থেই আমাদের অঞ্চলে স্থিতিশীলতা চায় এবং হামলার হুমকি প্রদান ও ইচ্ছা পরিত্যাগ এবং সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করেছে তখন আমরা প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করতে পারবো। ’

আসাদ বলেন, ‘সিরিয়া রাশিয়ার কারণেই আন্তর্জাতিক আইনে রাসায়নিক অস্ত্র হস্তান্তর করছে- মার্কিন হুমকি এই সিদ্ধান্তকে প্রভাবিত করেনি। ’

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া বৃহস্পতিবার বিকেলে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু করে। শুক্রবার সকালে জেনেভার হোটেলে তারা আবারও বসেছেন।

নিরস্ত্রীকরণের দিকে বাস্তব পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সিরিয়া বৃহস্পতিবার রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধে আন্তর্জাতিক সনদে যোগ দিতে জাতিসংঘে নথিপত্র জমা দিয়েছে।

দামেস্ক বলেছে, তারা এখন নিজেদের এই সনদের পূর্ণ সদস্য মনে করে। জাতিসংঘ মহাসচিব দামেস্কের এই আবেদনকে স্বাগত জানিয়েছেন। তবে এই আবেদন গৃহীত হয়েছে কিনা, জাতিসংঘ তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৩
কেএইচ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।