ঢাকা: ইরাকের বাকুবা শহরে একটি সুন্নি মসজিদে বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২৫ জন।
শুক্রবারে জুমার নামাজের পর মুসল্লিরা যখন আল-সালাম মসজিদ থেকে বেরিয়ে আসছিলেন তখন রাস্তার পাশে দুটি বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।
সাম্প্রতিক সময়ে ইরাকে জাতিগত সংঘাত বৃদ্ধি পেয়েছে। ২০০৮ সালে দেশটিতে জাতিগত সংঘাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ছিল।
জাতিসংঘের দেওয়া তথ্যানুসারে এ বছরে দেশটিতে ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে গত আগস্টেই নিহত হয় ৮’শ মানুষ।
সংখ্যালঘু সুন্নি সম্প্রদায়ের প্রতি অসহিষ্ণু আচরণের অভিযোগে আন্দোলনকারীরা শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকির পদত্যাগের জন্য আন্দোলনের ডাক দিয়েছে। সিরিয়া সংকট নিয়েও দেশটিতে আন্ত:সংঘাত বেড়ে গিয়েছে।
শিয়া সমর্থিত সরকারের ‘শহীদদের জন্য প্রতিশোধ’ ক্যাম্পেইনের অংশ হিসেবে গত কয়েক সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনী আল-কায়েদা সদস্য সন্দেহে বাগদাদের আশপাশ থেকে কয়েকশ মানুষ গ্রেফতার করেছে।
কিন্তু এই অভিযানের বেশিরভাগই সুন্নি অধ্যুষিত শহরগুলোতেই চালানো হয়েছে। যার ফলে সুন্নি সম্প্রদায়ের ক্ষোভ আরও বেড়ে গিয়েছে যা সংঘাতকে আরও উস্কে দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৩
কেএইচকিউ/এসআরএস