ঢাকা: অনেক জল্পনা-কল্পনা শেষে নরেন্দ্র মোদিকেই প্রধানমন্ত্রী পদে প্রার্থী ঘোষণা করলো ভারতের প্রধান বিরোধী দল জনতা পার্টি (বিজেপি)।
শুক্রবার সন্ধ্যায় দলটির সংসদীয় পরিষদ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বৈঠক সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর জানায়।
তবে সূত্র জানায়, মোদিকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী ঘোষণায় লাল কৃষ্ণ আদভানির ঘোর আপত্তি ছিল। এজন্য, শুক্রবারের বৈঠকেও ছিলেন না তিনি। অবশ্য, মোদির পক্ষে সুষমা স্বরাজ, মুরলী মনোহর যোশীদের সমর্থন আদায়ে রাজনাথ সিং ও তার পক্ষের নেতারা যথেষ্ট তৎপর ছিলেন।
ধারণা করা হচ্ছে, কিছুটা আপত্তি জানালেও শেষ পর্যন্ত দলের স্বার্থ বিবেচনায় রাজনাথ সিং শিবিরের প্রস্তাবেই সমর্থন জানিয়েছেন সুষমা স্বরাজরা।
শুক্রবারের বৈঠক শেষে মুরলী মনোহর সাংবাদিকদের বলেন, মতের পার্থক্য থাকতে পারে। তবে আমরা একতাবদ্ধ।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী পদে মোদিকে ফোন করে সমর্থনের কথা জানিয়েছেন শিবসেনা সভাপতি উদ্ভব ঠাকরেও।
উল্লেখ্য, গুজরাটের মুখ্যমন্ত্রী মোদিকে সাম্প্রদায়িক মনে করা হয়। ২০০২ সালে গুজরাটে দাঙ্গায় প্রায় ৩ হাজার সংখ্যালঘু নিহত হওয়ার ঘটনার জন্য তাকেই দায়ী করা হয়। এছাড়া, বিভিন্ন সময়ে মোদিকে প্রধানমন্ত্রী পদে অপছন্দের কথা জানিয়েছেন দেশটির নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৩
এইচএ/এসআরএস