যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দিতে হামলার পরিকল্পনা করছে আল কায়েদা। সংগঠনটির শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি এক অডিও বার্তায় সম্প্রতি ‘স্বল্প পরিসরে’ এই হামলার হুমকি দিয়েছেন।
৯/১১ একযুগ পূর্তির পরের দিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে জাওয়াহিরি এই অডিও বার্তা প্রকাশ করেন। গোয়েন্দা সংস্থা এসআইটিই মনিটরিং সার্ভিসের বরাত দিয়ে এতথ্য জানিয়েছে এনডিটিভি।
এসআইটিই প্রতিবেদনে জানায়, অনলাইনে প্রকাশ হওয়া অডিও বার্তায় জাওয়াহিরি তার মিত্রদের নিয়ে আমেরিকার বড় কোন নিরাপত্তা ঘাঁটিতে হামলার কথা জানিয়েছেন।
জাওয়াহিরি বলেন, সামরিক এবং নিরাপত্তা পেছনের আমেরিকার অর্থনীতির বড় একটা অংশ ব্যয় হচ্ছে। তার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। নিরাপত্তার উপর হামলা হলেই দেশটির অর্থনৈতিকভাবে আরো দুর্বল হয়ে পড়বে।
তিনি বলেন, আমেরকিকাকে চাপে রাখতে হলে কিছু বিচ্ছিন্ন ‘এখানে সেখানে’ হামলাই যথেষ্ট।
তিনি আরো বলেন, আমরা আমেরিকাকে সোমালিয়া, ইয়েমেন, ইরাক এবং আফগানিস্তানে পরাজিত করেছি সুতরাং এই ধারাটি আমাদের বজায় রাখা উচিত। যদি আমেরিকায় বড় ধরণের হামলার জন্য মুসলামনদের কয়েক বছর ধৈয্যের পরিচয় দিতেও হয় সেটিও করতে প্রস্তুত থাকা উচিত বলে তিনি মনে করেন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৩
কেএইচ/এসআরএস