মিসরের অন্তর্বর্তী সরকার দেশটিতে চলমান জরুরি অবস্থা আরো দুই মাস বৃদ্ধি করেছে। দেশটিতে চলমান নিরাপত্তা সংকটের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়।
আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ব্যাপক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে একমাস জরুরি অবস্থা জারি করেছিলেন মিসরের অন্তর্ববর্তী সরকারের প্রেসিডেন্ট আদলি মানসুর।
শুক্রবার প্রেসিডেন্টের মুখপাত্র ইহাব বেদওয়াই এক বিবৃতিতে জরুরি অবস্থা সময় বৃদ্ধির ঘোষণা দেন। তিনি বলেন, প্রেসিডেন্ট আদলি মানসুর জরুরি অবস্থার সময়কাল বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, দেশের নিরাপত্তা এবং উন্নয়নের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৪ আগস্ট কায়রোতে পুলিশের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির সমর্থকদের সংঘর্ষে সহস্রাধিক মানুষ নিহত হয়েছিল। এরপরই একমাসের জরুরি অবস্থা জারি করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৩
কেএইচ/এসআরএস