ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকোয় শিক্ষক-পুলিশ সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০০, সেপ্টেম্বর ১৪, ২০১৩
মেক্সিকোয় শিক্ষক-পুলিশ সংঘর্ষ

ঢাকা: মেক্সিকোর জোকালা স্কয়ারে শিক্ষাব্যবস্থার সংস্কারের পদক্ষেপের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষকের  হটিয়ে দিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের ওপর কাদানে  গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।

এর আগে শিক্ষকদের জোকালো স্কয়ার ছেড়ে দেওয়ার জন্য  সময়সীমা বেঁধে দিয়েছিল সরকার। শিক্ষকদের হটিয়ে দিতে গেল পুলিশের ওপর আন্দোলনকারীদের কয়েকজন পেট্রল বোমা ছুড়ে মারে বলে জানা গেছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিটো অনুমোদিত শিক্ষা সংস্কার পদক্ষেপের বিরুদ্ধে তিন সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। নতুন ব্যবস্থার মধ্যে শিক্ষকদের মূল্যায়ন পরীক্ষা দেওয়ার বিধান অন্তর্ভুক্ত রয়েছে। মূলত এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন শিক্ষকরা।

কর্তৃপক্ষের দাবি, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে তারা জোকালো খালি করছে।

শুক্রবার জোকালো ছেড়ে দেওয়ার শেষ দিন ছিল। ওই দিনের মধ্যে আন্দোলনকারীদের অনেকে শান্তিপূর্ণভাবে স্কয়ার ছেড়ে চলে যায়। কিন্তু কিছু সংখ্যক আন্দোলনকারী সরকারি নির্দেশ উপেক্ষা করে থেকে যায়। সাঁজোয়া যান ও হেলিকপ্টারের সহায়তা নিয়ে আইন-শৃঙ্খলাবাহিনী বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। অস্থায়ী তাঁবু ভেঙে দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৩
এসএফআই/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।