ঢাকা: উপাদেয় খাবার হিসেবে চিংড়ির পরিচিতি বিশ্বজুড়ে। এবার সে চিংড়ি দিয়ে রীতিমত শিল্পকর্ম তৈরি করে ফেললেন তাইওয়ানের এক শেফ।
একটি চিংড়ির খোলসের কোন অংশ না ফেলে তা দিয়ে তিনি তৈরি করলেন ক্ষুদ্রাকৃতির মোটরসাইকেল।
হুয়াং মিংবো নামের ওই শেফ চিংড়ির খোলস দিয়ে বানানো এই শিল্পকর্ম প্রদর্শন করলেন চীনের ফুজিয়ান প্রদেশে ফুড আর্ট সেমিনারে। তার এই ক্ষুদ্রাকৃতির শিল্পকর্ম সেমিনারে আগত অতিথিদের দৃষ্টি কেড়ে নেয় খুব সহজেই।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৩
কেএইচকিউ/বিএসকে