ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার রাসায়নিক অস্ত্রের বিষয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র মতৈক্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, সেপ্টেম্বর ১৪, ২০১৩
সিরিয়ার রাসায়নিক অস্ত্রের বিষয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র মতৈক্য

সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ব্যাপারে ঐক্যমতে পৌছেছে রাশিয়া-যুক্তরাষ্ট্র। জেনেভায় দুই দেশের মধ্যে তিন দিনব্যাপী বৈঠকের পর তারা একই সিদ্ধান্তে পৌছায়।

বৈঠকে রাশিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

চুক্তি অনুযায়ী সিরিয়ার রাসায়নিক অস্ত্র ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সিরিয়াকে ধ্বংস বা অপসারণ করতে হবে।

শনিবার এক যৌথ সংবাদ সম্মেলনে লাভরভ এবং কেরি সিরিয়া সরকারকে জনপ্রতিশ্রুতি রাখার জন্য আহ্বান জানান।

বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাসায়নিক অস্ত্রের বিষয়ে ছয়টি নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা অনুযায়ী সিরিয়াকে আগামী এক সপ্তাহের মধ্যে মজুদকৃত সকল রাসায়নিক অস্ত্রের তালিকা প্রকাশ করতে হবে।

চুক্তি অনুযায়ী, যদি সিরিয়া এই চুক্তি মেনে নিতে ব্যর্থ হয়ে তাহলে দেশটির বিরুদ্ধে অথনৈতিক নিষেধাজ্ঞা বা সামরিক বল প্রয়োগ করা হতে পারে।

চুক্তিতে কেরি রাসায়নিক অস্ত্রের বিষয়ে যে ছয়টি নির্দেশনা দিয়েছেন:
১. সিরিয়ার কাছে যে ধরণের অস্ত্র যতটুকুই আছে তা দ্রুত আন্তর্জাতিক নিয়ন্ত্রণে নিয়ে আসতে  হবে।
২. এক সপ্তাহের মধ্যে সিরিয়াকে রাসায়নিক অস্ত্র জমা দিতে হবে।
৩.আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র কনভেনশন অনুযায়ী দ্রুত সেগুলো ধ্বংস করতে হবে।
৪. সব জায়গায় পরিদর্শক ভ্রমনের সুযোগ দিতে হবে।
৫.সিরিয়ার আশেপাশের অঞ্চল থেকে সম্ভাব্য অপসরণযোগ্য সকল রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে হবে।
৬. তবে জাতিসংঘ সনদের সপ্তম ধারায় সিরিয়াকে সকল আইনগত সমর্থন দিয়ে থাকবে।

এদিকে ফ্রান্স এই চুক্তিতে স্বাগতম জানিয়েছে। কিন্তু সিরিয়ার বিদ্রোহীদের প্রধান এই চুক্তিকে প্রত্যাখান করে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৩
কেএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।