ঢাকা: ‘হাসতে নাকি জানে না কেউ,/ কে বলেছে ভাই/ এই শোন না কত হাসির/ খবর বলে যাই/...। ’ খোকনের সঙ্গে চাঁদ, কাজল বিলের শাপলা এমনকি সবুজ ঘাসের হাসির কথাও বলা হয়েছে শৈশবে পড়া ছড়াটিতে।
ঠিক সেই ছড়ার মতো ঘোড়া কিংবা বিড়ালের সঙ্গে মানুষের একই সময় হাসার কিছু ছবি ক্যামেরাবন্দি করেছেন চিত্রগ্রাহকরা।
শনিবার মধ্যরাতে ডেইলি মেইলে প্রকাশিত এই ছবিগুলোর কোনোটিতে দেখা যায়, মালিক তরুণী ঘোড়ার সঙ্গে কী যেন বলে হাস্যোল্লাসে মেতে উঠেছেন। কিছু বুঝে উঠতে পারা না পারা পরের ব্যাপার, ঘোড়াটিও তরুণীর সঙ্গে অট্টহাসিতে ফেটে পড়েছে!
আবার কোনো ছবিতে দেখা যায়, একটি ঘোড়াকে দেখে হা করে তাকিয়ে আছে শিশুর দল। আর সেই ঘোড়াটিও শিশুদের সঙ্গে তাল মিলিয়ে একেবারে দাঁত বের করে হাসি দিয়ে চলেছে!
অন্য একটি ছবিতে দেখা যায়, সুন্দর হাসি দিয়ে একান্ত একটি ছবিতে পোজ দিচ্ছেন দুই তরুণী। ঠিক ক্যাপচার্ড হওয়ার আগ মুহূর্তে তাদের পেছনে দাঁড়িয়ে ক্যামেরার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে একটি কুকুর!
আরেকটি ছবিতে দেখা যায়, পরিচিত কোনো চিত্রগ্রাহকের ক্যামেরার সামনে দাঁত বের করে পোজ দিচ্ছে একটি নাদুশ-নুদুশ গড়নের কুকুর। ঠিক তার পেছনে দেয়ালের আড়ালে মাথা বের করে ক্রোধান্বিত চেহারায় তাকিয়ে আছে একটি বাদামি রঙা বিড়াল!
বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৩
এইচএ/আরআইএস