কলকাতা: দশমীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে বিদায় জানালো গোটা বাঙালি জাতি। চারদিনের যে আনন্দ তাতে সাময়িক ছেদ পরলো দেবী দুর্গার বিসর্জনের সঙ্গে।
দেবীকে বরণ করে হিন্দুদের সিঁদুর খেলার পর সকলের মঙ্গল প্রার্থনা করে চোখের জলে বিসর্জন হল দেবী দুর্গার। আবার অপেক্ষা একটা বছরের।
কলকাতার বাবুঘাটসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীতে সোমবার সকাল থেকেই শুরু হয়ে গেছে প্রতিমা বিসর্জন। কলকাতার বাবুঘাটে দূরদূরান্ত থেকে হাজির হচ্ছে নানা প্রতিমা। বিসর্জন উপলক্ষে সেখানে ব্যাপক পুলিশি নজরদারি চোখে পড়েছে।
প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গেই প্রথামতো শুরু হয়েছে বিজয়া পর্ব। জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে চলছে মিষ্টিমুখ, সকলের সুখ-শান্তি কামনায় শুভেচ্ছা বিনিময়।
এরই মধ্যে আরম্ভ হয়ে গেছে ঈদের প্রস্তুতি। মহা সমারোহে প্রস্তুতি পর্বে সামিল হয়েছেন ইসলাম ধর্মের মানুষরা। তবে ঈদের উৎসবেও একইভাবে সামিল হিন্দু সম্প্রদায়ের লোকেরাও। ঠিক যেমনভাবে মুসলিম ধর্মের মানুষরা সামিল হয়েছেন বিজয়ার শুভেচ্ছা বিনিময়ে।
তাই দেবী দুর্গার বিসর্জন হয়ে গেলেও শেষ হয়নি কলকাতাসহ পশ্চিমবঙ্গের উৎসবের মেজাজ।
অপরদিকে আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় পাইলিনের প্রভাবে তৈরি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে উত্তর দিকে সরে যাচ্ছে। তাই আশা করা যায় আগামী দিনে পরিষ্কার আকাশে উজ্জ্বল হয়ে উঠবে উৎসবের আমেজ।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৩
ভিএস/এমজেএফ/এসআরএস