ঢাকা: স্থানীয় বাজারে ছাপানো পত্রিকার চাহিদা কমে যাওয়ায় অনলাইনে ভর করে নতুন নাম নিয়েছে ১২৬ বছরের পুরনো ‘দ্যা ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন’। মঙ্গলবার থেকে অনলাইন সংস্করণের মাধ্যমে এর পরিবর্তিত নাম ‘দ্যা ইন্টারন্যাশনাল নিউইর্য়ক টাইমস’।
জনপ্রিয় সাপ্তাহিক নিউজউইক ছাপানো সংস্করণ বন্ধ করে অনলাইন হিসেবে আত্মপ্রকাশের পর হেরাল্ড ট্রিবিউনের এই পরিবর্তনকে বিশ্বব্যাপী প্রিন্ট মিডিয়ার জন্য বড় ধরনের সতর্কবাণী বলে মনে করা হচ্ছে।
১৮৮৭ সালে প্রকাশিত ‘প্যারিস হেরাল্ড’ ১৯৩৫ সালে ‘ দ্যা নিউইর্য়ক হেরাল্ড ট্রিবিউন’ নাম নেয়।
নিউইর্য়ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট ১৯৬৭ সালে (১৯৬৭-২০০৩) পত্রিকাটির নিয়ন্ত্রণ নিলেও এর আগে নাম পরিবর্তন নিয়ে কোনো কথা শোনা যায়নি।
২০০৩ সালে ওয়াশিংটন পোস্টের হাতে থাকা পত্রিকাটির ৫০ শতাংশ শেয়ার কিনে নেয় নিউইর্য়ক টাইমস। বিশ্ববাজারে নিজেদের প্রচারণা আরো জোরদারের লক্ষ্যে নিউইর্য়ক টাইমসের এ উদ্যোগ।
এ বিষয়ে নিউইর্য়ক টাইমসের সিইও মার্ক থম্পসন বলেন, ডিজিটাল প্রযুক্তির বিপ্লবে বিশ্বের বহুল প্রশংসিত আমেরিকান এ সংবাদ মাধ্যমটি পিছিয়ে থাকবে কেন?। আমরাও এই সুযোগ গ্রহণ করতে চাই।
২০১১ সালেও পত্রিকাটির দুই লাখ ২৬ হাজার কপি ছাপানো হতো। বিশ্বব্যাপী ৩৮টি দেশে মুদ্রন ও ১৬০টি দেশে বিতরণ হয় হেরাল্ড ট্রিবিউন।
নিউইর্য়ক টাইমস এর মঙ্গলবারের সংখ্যায় এডিটোরিয়াল বিভাগে পাঠকদের জন্য বলা হয়, মঙ্গলবার আমরা দ্যা ইন্টারন্যাশনাল নিউইর্য়ক টাইমস এর আত্মপ্রকাশ উদযাপন করতে যাচ্ছি। আশা করছি সাংবাদিকতার ঐতিহ্যগত শ্রেষ্ঠত্ব ও উদ্ভাবনীর মাধ্যমে হেরাল্ড ট্রিবিউন এর পাঠকদের বিশ্বস্ত পাঠকসেবা দিতে সক্ষম হবে ইন্টারন্যাশনাল নিউইর্য়ক টাইমস।
মাত্র কয়েক দশক আগে শুধু নিউইর্য়ক টাইমস মহানগরের সংবাদপত্র ছিল উল্লেখ করে বর্তমান প্রকাশক জুনিয়র আর্থার অচেস সুলবার্জার বলেন, ১৯৮০ সালের দিকে আমার বাবার স্বপ্ন ছিল সংবাদপত্রটিকে আন্তর্জাতিকভাবে প্রকাশ করার।
প্রকাশক বলেন, আজ আমাদের ভবিষ্যত হলো বিশ্ব। উচ্চমান, প্রমাণিক বিষয় ও মানুষের কাছে পৌঁছানোর মাধ্যমে আমরা বিশ্বকে কাছাকাছি নিয়ে আসতে চাই।
আজকের এই কার্যক্রমের উদ্দেশ্য হলো একটি একক, সমন্বিত বৈশ্বিক গ্লোবাল মিডিয়া ব্র্যান্ড তৈরী করা যা, আমাদেরকে একটি ডিজিটাল কেন্দ্র তৈরীতে এগিয়ে নেবে।
উল্লেখ্য, মঙ্গলবার থেকে ‘ইন্টারন্যাশনাল হোরাল্ড ট্রিবিউন’ নামে সার্চ দিলেও আপনার সামনে হাজির হচ্ছে ‘দ্যা ইন্টারন্যাশনাল নিউইর্য়ক টাইমস’।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৩/আপডেট: ১৩৪৭ ঘণ্টা
জেডএস/আরআইএস