রিয়াদঃ বিশ্বের ১১৮টি দেশ থেকে আগত প্রায় ২০লাখ মুসলমান গতকাল সোমবার সারারাত মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থানের পর ফজরের নামাজের পর পরই মিনায় বড় শয়তানকে ৭টি পাথর নিক্ষেপের পর পশু কোরবানিতে ব্যস্ত রয়েছেন।
অধিকাংশ হাজী নিজে মুস্তাহালাকায়(পশুর হাট ও জবাই করার স্থান) গিয়ে কোরবানি দিচ্ছেন।

এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন। কাবার সামনের সাফা ও মারওয়া পাহাড়ে ‘সাঈ’ (সাতবার দৌড়াবেন) করবেন। সেখান থেকে তারা আবার মিনায় যাবেন। সেখানে আরো এক বা দুইদিন অবস্থান করে হজের অন্য আনুষঙ্গিক কাজ শেষ করবেন। মিনার কাজ শেষে আবার মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর যারা মদিনায় যাননি, তারা মদিনায় যাবেন। যারা আগে মদিনায় গেছেন, তারা নিজ নিজ দেশে ফিরবেন।
পশু কোরবানীর পর মাথা মুণ্ডন করে গোসল করবেন। তারপর সেলাইবিহীন দুই টুকরো কাপড় বদল করবেন হাজিরা।
মিনায় জামারাতের (শয়তানের উদ্দেশ্যে পাথর মারার স্থান) কাছে ও পুরো মিনায় বিভিন্ন দেশের ভাষার পাশাপাশি বাংলায়ও নির্দেশনা দেওয়া রয়েছে।
হাজীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ পুলিশ, আধা সামরিক ও সামরিক বাহিনী মোতায়েন করেছে।
হাজিরা পথ হারিয়ে ফেললে স্বেচ্ছাসেবক, স্কাউট ও হজকর্মীরা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে থাকেন।
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সৌদি আরবে পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহা।
বৃহস্পতিবার সকালে ঈদের নামাজের পর ধনী-গরীব ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন আগত মুসল্লিরা।
মক্কার হারাম শরীফে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সকাল সাড়ে ছ’টায়। এতে ইমামতি করেন সৌদি পার্লামেন্টের স্পিকার শেখ সালেহ আল হুমাইদ।
মদিনার মসজিদে নববীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৬টা ১০মিনিটে। এতে ইমামতি করেন মসজিদে নববীর দ্বিতীয় ইমাম আব্দুল বারি আওয়াদ আল সুবাইহি।
এদিকে প্রিন্স তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদ রিয়াদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সকাল ৫টা ৪৫ মিনিটে।
নামাজ শেষে ঈদের খুৎবায় বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।
সৌদি আরব ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা ঈদের নামাজে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৩
এমএএ/এনএস/আরআইএস