ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণে অবস্থিত লোগার প্রদেশে ঈদের নামাজ আদায়কালে বোমা হামলায় প্রদেশটির গর্ভনর আরসাল্লা জামাল নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।
মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবরটি প্রকাশ করে। তবে হামলার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি।
সংবাদ মাধ্যম জানায়, মঙ্গলবার সকালে আফগানিস্তানে ঈদুল আযহা উপলক্ষ্যে নামাজ আদায়ের জন্য মসজিদে যান তিনি। এ সময় আগে থেকে টেবিলের নিচে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা জামাল নিহত হন।
আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে গর্ভনরের মুখপাত্র দিন মোহাম্মদ দরবেশ সংবাদ মাধ্যমকে জানান।
লোগার প্রদেশের ডেপুটি পুলিশ প্রধান রাইস খান আব্দুর রহিমজি জানান, আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, রাজধানী কাবুলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ লোগারের বহু এলাকা তালেবানদের নিয়ন্ত্রণে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৩
জেডএস/আরআইএস