ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ৯৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৩
ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ৯৩

ঢাকা: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯৩ জনে পৌছেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ১২ মিনিটের দিকে ৭.২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

ফিলিপাইনের কেন্দ্রে পর্যটন এলাকায় এ ভূমিকম্পে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে কমপক্ষে শতাধিক লোক আহত হয়েছে। উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

রাজধানী ম্যানিলা থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণপূর্বে বোহল দ্বীপের কারমেন শহরে ৫৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এ ভূম্পিকম্পের আঘাতে পুরো শহরটি কেঁপে উঠে। ফিলিপাইনের ভূকম্পন বিষয়ক সংস্থা জানিয়েছে, কমপক্ষে ১১০টি ছোট ছোট কম্পন হয়েছে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানায়, বালু বেষ্টিত দ্বীপ হিসেবে পরিচিত বোহল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১২ কিলোমিটার।

ভূমিকম্পের ফলে বোহল ও নিকটবর্তী ছিবু প্রদেশে বহু বাড়িঘর ও গির্জা ক্ষতিগ্রস্থ হয়েছে। কারমেনের দক্ষিণপশ্চিমের লোবোকে পাথরে তৈরি ১৭ শতকের পুরোনো গির্জা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে।

মঙ্গলবার ছুটি থাকায় স্কুল-কলেজগুলো বন্ধ ছিল। অন্য কোনো দিন ভূমিকম্প হলে হতাহতও আরও বেড়ে যেত।
ফিলিপাইনি সংবাদ মাধ্যমগুলো জানায়, ধ্বংসস্তুপের নিচে পড়েই মানুষজন নিহত হয়েছে। এছাড়া ৩৩ জন মানুষ নিঁখোজের খবর জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

বোহলে ১২ লাখ মানুষের বসতি। সমুদ্র সৈকত ও দ্বীপের কারণে বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এ এলাকা।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা/ আপডেটেড: ১৫৪৫ ঘণ্টা/আপডেটেড: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৩
জেডএস/ কেএইচকিউ/এসএফআই/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।