ঢাকা: খ্যাতির বিড়ম্বনা অনেক ক্ষেত্রে উপভোগ্য হলেও অতি স্থূল হওয়ার বিড়ম্বনা যে কতখানি সেটার শিকার যিনি হয়েছেন তিনিই বলতে পারবেন!
পরিচিত বন্ধু বা নিকটজন কেউ স্থূলকায় হলে দুষ্টুমিচ্ছলে তাকে দুই জন (মানুষ) হিসেবে গোনার কথা শোনা গেছে। কিন্তু এবার বাস্তবেই দু’জন হিসেবে গোনা হলো এক আইরিশ লোককে।
বিমান পরিবহনটির নাম প্রকাশ না করলেও যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের বাসিন্দা প্রাইস সম্প্রতি ভ্রমণের উদ্দেশ্যে বিমানের টিকিট কিনতে গেলে ওজন ৩৭ স্টোন (প্রায় ২৩৫ কেজি) হওয়ায় তাকে দু’টি আসন কিনতে বলা হয়।
একজন ব্যক্তি হয়েও কেন দু’টি আসন কিনতে হবে এমন অনেক বিতর্কের পর শেষ পর্যন্ত দু’টি আসনই কিনতে বাধ্য হন ৪১ বছর বয়সী প্রাইস। তবে বিপত্তি বাধে নতুন জায়গায়!
বিমানের পাজি কর্মকর্তারা অনেকটা বিড়ম্বনায় ফেলতেই তাকে পাশাপাশি আসন না দিয়ে অনেক দূরে আসন দেয়।
ক্ষুব্ধ স্বরে প্রাইস জানান, তারা আমাকে একটি আসন দিলো বিমানের ১৭ নাম্বার সারির মাঝখানে এবং আরেকটি আসন দিলো ১৯ নাম্বার সারির জানালার পাশে!
পাশাপাশি হলে না হয় সিট দু’টিতে আরামে বসতে পারতেন প্রাইস। কিন্তু বিমানের হতচ্ছাড়া কর্মকর্তাদের এই কাণ্ডজ্ঞানহীনতায় বেশ বিপাকেই পড়তে হলো প্রাইসকে। শেষ পর্যন্ত একটি আসনের যাত্রীর সঙ্গে সমঝোতা করে নিজের দু’টি সিট পাশাপাশি করে নেন তিনি।
উল্লেখ্য, বিমানটিতে জনপ্রতি ২০ স্টোন (১২৭ কেজি) ওজন বহন করার নির্দেশনা ছিল। এ কারণেই অতিরিক্ত একটি আসন কিনতে হয় প্রাইসকে।
বাংলাদেশ সময়: ০৪০৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৩
এইচএ/এডিবি