ঢাকা: ‘দ্য লুমিনারিস’ উপন্যাসের জন্য এ বছর ম্যান বুকার প্রাইজ জিতে নিলেন নিউজল্যান্ডের লেখক ইলিয়ানর ক্যাটন।
ম্যান বুকারের ৪৫ বছরের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ৮৩২ পৃষ্ঠার উপন্যাসের জন্য এ পুরস্কার জিতলেন ২৮ বছর বয়সী ক্যাটন।
লন্ডনের গিল্ডহলে মঙ্গলবার রাতে ক্যাটনকে বিজয়ী ঘোষণা করে ম্যান বুকার কর্তৃপক্ষ। ডাচেস অব কর্নওয়েল ক্যামিলা এ পুরস্কার তুলে দেন।
পুরস্কার নিতে এসে ক্যাটন লুমিনারিসকে ‘প্রকাশকের দুঃস্বপ্ন’ ছিলো বলে উল্লেখ করেন।
এ বছর ম্যান বুকারের সংক্ষিপ্ত তালিকায় আরও ছিলেন উই নিড নিউ নেমস উপন্যাসের রচয়িতা জিম্বাবুয়ের লেখক নো ভায়োলেট বুলাওয়ে, হার্ভেস্ট উপন্যাসের রচয়িতা ব্রিটিশ লেখক জিম ক্রেস, দ্য লোল্যান্ডের রচয়িতা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালি লেখক ঝুম্পা লাহিড়ি, আ টেল ফর দ্য টাইম বিয়িংয়ের রচয়িতা রুথ ওজেকি ও দ্য টেস্টামেন্ট অব ম্যারি উপন্যাসের রচয়িতা আয়ারল্যান্ডের লেখক কম তোইবিন।
বিচারকদের প্রধান রবার্ট ম্যাকফারলেন বলেন, ‘দুই ঘণ্টার তুমুল আলোচনার পর বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এটা একটু কঠিন ছিলো। ’
তিনি এ উপন্যাসকে অসাধারণ কাজ বলে উল্লেখ করেন।
কানাডায় জন্ম নেওয়া ক্যাটন নিউজল্যান্ডে বড় হয়েছেন। নিউজল্যান্ডের দ্বিতীয় নাগরিক হিসেবে তিনি এ পুরস্কার পেলেন। কেরি হুমে ১৯৮৫ সালে তার একমাত্র উপন্যাস ‘দ্য বোন পিপলের’ জন্য নিউজল্যান্ডের প্রথম নাগরিক হিসেবে প্রথম ম্যান বুকার জেতেন।
দ্য লুমিনারিস ২০০৯ সালে বুকার জেতা হিলারি ম্যান্টেলের ৬৭২ পৃষ্ঠার উলফ হলকে ছাড়িয়ে এখন বুকার জেতা সবচেয়ে দীর্ঘ উপন্যাস।
উপন্যাসটি শুরু হয়েছে ১৮৮৬ সালের ঘটনা দিয়ে। ভাগ্য পরিবর্তনের আশায় নিউজল্যান্ডের স্বর্ণখনিতে আসেন ওয়াল্টার মুডি। এরপর জড়িয়ে পড়েন এক ধনকুবের নিখোঁজ হওয়ার রহস্যে।
২৫ বছর বয়সে এ উপন্যাস লেখা শুরু করেন ক্যাটন। শেষ করেন ২৭ বছর বয়সে এসে।
এর আগে সবচেয়ে কমবয়সী হিসেবে ম্যান বুকার জিতেছেন নাইজেরিয়ার লেখক বেন ওকরি। ১৯৯১ সালে ৩২ বছর বয়সে দ্য ফ্যামিশড রোড উপন্যাসের জন্য তিনি ম্যান বুকার পান।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৩
কেএইচকিউ/জেসিকে