ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাওসে বিমান নদীতে পড়ে নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৩
লাওসে বিমান নদীতে পড়ে নিহত ৪৪

ঢাকা: লাওসে বিমান নদীতে পড়ে বিমানে থাকা ৪৪ জনের সবাই নিহত হয়েছে। বুধবার বিকেলে মেকং নদীতে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়।

লাওসের প্রতিবেশি থাইল্যান্ডের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।

চীনের সংবাদ সংস্থা সিনওয়া, লাও এয়ারলাইন্সের একটি ফ্লাইট লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে দেশের দক্ষিণাঞ্চলে যাওয়ার সময় মেকং নদীতে পড়ে যায়।

বুধবার স্থানীয় সময় ১৬টায় (গ্রিনিচমান সময় ৯টায়) রাজধানী থেকে উড্ডয়ন করে বিমানটি। অবতরণ স্থল পাকসে বিমানবন্দর থেকে ৮ কিলোমিটার দূরে দুর্ঘটনায় পতিত হয় বিমানটি।

পাকসে বিমান বন্দরে অবতরণের আগে প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয় বলে বিমান কর্তৃপক্ষের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে ব্যাংকক পোস্ট।

ভিয়েনতিয়েনস্থ দূতাবাসের বরাত দিয়ে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেক ওয়ান্নামেথি বলেছেন, বিমানে ৩৯ জন যাত্রী ও ৫ জন নাবিক ছিলেন।   থাইল্যান্ডের টেলিভিশনে দেখানো ছবিতে দেখা গেছে, লাওসের রাষ্ট্রীয় মালিকানাধীনবিমানটি নদীতে অর্ধ ডুবন্ত।

বাংলাদেশ সময়: বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা/আপডেটেড: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৩
এসএফআই/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।