ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

শাটডাউন অবসানে বিল পাশ করলো মার্কিন কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, অক্টোবর ১৭, ২০১৩
শাটডাউন অবসানে বিল পাশ করলো মার্কিন কংগ্রেস

ঢাকা: সম্ভাব্য বিপর্যয় এড়াতে সাময়িক শাটডাউন অবসানে (সরকারি সেবা খাতের কার্যক্রম উন্মুক্ত করা) ও কেন্দ্রীয় ঋণসীমা বাড়াতে বিল পাশ করলো মার্কিন কংগ্রেস।

দেশটির সিনেটে এ বিল পাশের জন্য ৮১ ভোট পড়ে।

বৃহস্পতিবারের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৬ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার ঋণসীমা বাড়ানোর চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার কিছু আগেই সিনেটে এ বিল পাশ হলো।

কংগ্রেসে বিল পাশ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে প্রতিনিধি পরিষদে। তবে সেখানেও এ সিদ্ধান্ত বহাল থাকার সম্ভাবনা রয়েছে কেননা প্রতিনিধি পরিষদে বিলটি আটকে দেওয়া হবে না বলে রিপাবলিকান নেতারা ইঙ্গিত দিয়েছেন। তবে দেশটির ঋণখেলাপি হওয়ার একটু ঝুঁকির মুখেই এ বিল পাশ হলো।

চুক্তির অংশ হিসেবে দেশটির সরকারের ঋণসীমা ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে ১৫ জানুয়ারির পর্যন্ত তহবিল পাবে সরকার। এবং কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলো থেকে চাকরি হারানো কয়েক লাখ মানুষ আবার কাজে যোগ দিবেন।

এ চুক্তির ফলে দেশটির বাজেট সমস্যার একটি অস্থায়ী সমাধান হলো। বাজেট সমস্যার এখবও কোনো স্থায়ী সমাধান হয়নি। এর ফলে আগামী বছর আবারও শাটডাউনের মুখোমুখি হতে পারে দেশটি।

ওবামা দ্রুত এরই মধ্যে বিলটিতে স্বাক্ষর করা ও সরকারি সেবা খাতের কার্যক্রম উন্মুক্ত করার ব্যাপারে প্রতিজ্ঞা করেছেন। বুধবার বিকেলে সিনেট ভোটের পর ওবামা সাংবাদিকদের বলেন, ‘আইন অনুসারে দ্রুতই এ বিলে সই করা হবে। ’

তিনি বলেন, ‘আইন প্রণেতাদের অবশ্যই মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। ’

ছুটিতে যাওয়া কর্মকর্তাদের বৃহস্পতিবার কাজে যোগ দেওয়ার কথা বলেছে হোয়াইট হাউজ বাজেট অফিস।

নতুন বাজেট নিয়ে ক্ষমতাসীন ডেমোক্রেট ও বিরোধী রিপাবলিকান একমত হতে না পারায় যুক্তরাষ্ট্র সরকারের সেবাখাতগুলোর অধিকাংশের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। রিপাবলিকানরা নতুন বাজেট আটকে দেওয়ায় অর্থের অভাবে শাটডাউনের ফলে দেশটির বহু সরকারি প্রতিষ্ঠান ১ অক্টোবর থেকে বন্ধ রয়েছে। শাটডাউনে চাকরি হারিয়েছিলেন সাত লাখ মানুষ।

নতুন বছরে অর্থ বরাদ্দ না পাওয়ায় দেশটির সাত লাখ সরকারি চাকরিজীবীর বেতন ছাড়াই বাধ্যতামূলত ছুটিতে যেতে হয়েছে। মহাকাশ গবেষণা সংস্থা (নাসা), জাতীয় পার্ক, পরিবেশ সংরক্ষণবিষয়ক সংস্থাসহ বেশ কিছু সেবা সংস্থার অধিকাংশ কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকান ও উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ প্রেসিডেন্ট বারাক ওবামার ডেমোক্রেটিক পার্টির হাতে। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে চরম বৈরিতার কারণেই সেবা খাতগুলোতে অর্থ বরাদ্দ নিয়ে ১৭ বছর পর যুক্তরাষ্ট্রে আবার এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের নতুন অর্থ বছর ১ অক্টোবর থেকে শুরু হয়েছে। গত অর্থবছরের শেষদিন ৩০ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত কংগ্রেসে নতুন অর্থবছরের জন্য বরাদ্দ অনুমোদনের শেষ সময় ছিল।

এর আগে ১৯৯৫ ও ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের বেশ কিছু সেবা খাতের কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছিল। ১৯৯৫ সালের ১৪ নভেম্বর থেকে ১৯ নভেম্বর ও ১৯৯৫ সালের ১৬ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অজরুরি সরকারি কর্মকর্তাদের সাময়িক ছুটি প্রদান এবং অজরুরি সেবাগুলো স্থগিত রাখা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৩
কেএইচকিউ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।