ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ আদভানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৩
নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ আদভানি

কলকাতা: শেষ পর্যন্ত বিজেপি’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদের দাবিদার নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন বিজেপি নেতা লাল কৃষ্ণ আদভানি।

বুধবার আমেদাবাদের এক  অনুষ্ঠানে আদভানি নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন।



সবরমতী নদীর তীরে এই অনুষ্ঠানে আদভানি বলেন, নরেন্দ্র মোদীর মধ্যে বেশ কিছু ব্যতিক্রমী গুণ রয়েছে। তার উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেছেন বিজেপির এই শীর্ষ নেতা।

যদিও ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি’র প্রচার সচিব এবং প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়নের তীব্র বিরোধিতা করেছিলেন  লাল কৃষ্ণ আদভানি। কিন্তু দলের একটি বৃহৎ অংশকে তিনি তার পাশে পাননি।

গত জুন মাসে  লালকৃষ্ণ আদভানির এক সময়ের অনুগামী মোদীর জাতীয় প্রচার কমিটির চেয়ারম্যান হওয়া মেনে নিতে না পেরে তার দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

এমন কী বিজেপি’র  কার্য সমিতির যে বৈঠকে মোদীর নাম প্রধানমন্ত্রী পদ প্রার্থী হিসেবে মোনোনীত হয় সেখানেও হাজির ছিলেন না আদভানি।

২৫ সেপ্টেম্বর ভূপালের সভায় একসঙ্গে উপস্থিত ছিলেন আদভানি এবং মোদী। কিন্তু সেখানেও মোদীকে বিশেষ প্রাধান্য দেননি আদভানি।

প্রসঙ্গত, আমেদাবাদের অনুষ্ঠানে মোদীর সম্পর্কে এই প্রশংসা গুজরাটের মুখ্যমন্ত্রী এবং গান্ধীনগরের এমপি’র দূরত্ব অনেকটাই কমে আসবে বলে মনে করছে রাজনৈতিক মহল।   এর ফলে শক্তিশালী হবে বিজেপি’র লোকসভা নির্বাচনের প্রচার।

বাংলাদেশ সময়:  ১১৪০  ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৩  
বিএস/এমআইপি/এসএস/এডিবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।