ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দাসত্ব সূচকে বাংলাদেশ দশম, শীর্ষে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৩
দাসত্ব সূচকে বাংলাদেশ দশম, শীর্ষে ভারত

ঢাকা: কোনো মানুষকে জোর করে শ্রম দিতে বাধ্য করার নাম দাসত্ব। এক্ষেত্রে কোনো মানুষকে অন্য মানুষের অস্থাবর সম্পত্তি হিসেবে গণ্য করা হয়।

কাউকে তার ইচ্ছার পরিবর্তে দাস করা হয়। প্রাচীন ও মধ্যযুগে বিশ্বব্যাপী দাস প্রথার ব্যাপক প্রচলন ছিল।

তবে এই আধুনিককালেও বিশ্ব থেকে দাসত্ব হারিয়ে যায়নি। আধুনিক এই দাসত্বের শিকার প্রায় ৩ কোটি মানুষ। সারাবিশ্বে  দাসত্ব নির্ণায়ক সূচকে ‘দ্য গ্লোবাল স্লেভারি ইনডেক্স -২০১৩’ তে এ তথ্য উঠে এসেছে। ১৬২টি দেশের উপর এই জরিপ চালানো হয়।

অস্ট্রেলিয়া ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ওয়াক ফ্রি ফাউন্ডেশন’ এই সূচক প্রকাশ করে। ঋণ পরিশোধে অক্ষমতা, জোরপূর্বক বিয়ে এবং মানব পাচারের উপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়।

বাংলাদেশ এ তালিকায় রয়েছে দশম অবস্থানে। সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৩ লাখ ৮৩ হাজার ১৯২ জন মানুষ দাসত্বের শিকার।

জরিপে দেখা যায়, দাসত্ব অবস্থায় সবচেয়ে বেশি সংখ্যক ( ১ কোটি ৪০ লাখ) লোক বাস করে ভারতে। কিন্তু দেশের জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি সংখ্যক (প্রায় ৪ ভাগ) মানুষ দাসত্ব পরিবেশে বাস করে পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায়।  

দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনে (২৯ লাখ ৪৯ হাজার ২৪৩),  তৃতীয় অবস্থানে পাকিস্তান ( ২১ লাখ ২৭ হাজার ১৩২), চতুর্থ নাইজেরিয়া (৭ লাখ ১ হাজার ৩২) এবং পঞ্চম অবস্থানে ইথিওপিয়া (৬ লাখ ৫১ হাজার ১১০)।

জনসংখ্যা অনুপাতে সবচেয়ে বেশি দাস রয়েছে যথাক্রমে মৌরিতানিয়া, হাইতি, পাকিস্তান, ভারত, নেপাল, মালদোভা, বেনিন, আইভরিকোস্ট, গাম্বিয়া ও গ্যাবনে।

প্রতিবেদনে ভারতের শীর্ষস্থান সম্পর্কে বলা হয়, দেশটির নাগরিকরা রাষ্ট্রের কাছে বঞ্চিত হয়ে থাকে। আর মৌরিতানিয়া সম্পর্কে বলা হয়, উত্তরাধিকার সূত্রে দেশটিতে দাসত্ব প্রথা চলে আসছে দীর্ঘদিন ধরে। তাই এদেশ দু’টি দাসত্ব তালিকার শীর্ষে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৩
কেএইচ/জেডএম/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।