ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

উঃপ্রদেশে গুপ্তধনের সন্ধান শুক্রবার থেকে

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৭, অক্টোবর ১৭, ২০১৩

কলকাতা: শুক্রবার সকাল থেকে ভারতের উওর প্রদেশ রাজ্যের  উন্নাও জেলায় গুপ্তধনের সন্ধানে খনন কার্ শুরু করবে প্রত্নতত্ত্ব বিভাগ।

উত্তর প্রদেশের শোভান শঙ্কর নামের এক সন্ন্যাসী রাজ্য প্রশাসনের কাছে দাবী করেন রাজ্যের  উন্নাও জেলার দাউদিখেরা গ্রামে রাজা রামবক্স-এর দুর্গের মধ্যে পোঁতা আছে ১০০০ টন সোনা।



সন্ন্যাসী জানান তিনি স্বপ্নে দেখেছেন প্রাচীন কালের মহারাজা রামবক্স তাকে নির্দেশ দিয়ে বলছেন সমস্ত গুপ্তধন সরকারের হাতে তুলে দিতে।

শোভান শঙ্কর প্রশাসনকে জানিয়েছেন এই গুপ্তধন রাজা রামবক্স দেশের অর্থনৈতিক উন্নতির কাজে লাগাতে স্বপ্নে তাকে নির্দেশ দিয়েছেন।

প্রাথমিক ভাবে গুরুত্ব না দেওয়া হলেও শেষ পর্যন্ত আরকিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে শোভান শঙ্করের বলা জায়গায় বেশ কিছু পরিমাণে ধাতব জিনিস পোঁতা আছে। তবে সোনা  না অন্য ধাতু তা এখনও জানা যায়নি।

আরকিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার লক্ষ্ণৌ ডিভিসনের সুপারিনটেন্ডেন্ট পি কে মিশ্র জানিয়েছেন এই পর্যায়ে ধাতুটি কি বা কতো পরিমাণে আছে সেটা বলা সম্ভব নয়।

তবে ওই জায়গায় বৃহস্পতিবার সকাল থেকেই বেশ কয়েকটি বড় বড় যন্ত্র খনন করার জন্যে হাজির করেছে আরকিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।

ঐতিহাসিকরা জানাচ্ছেন, ১৮৫৭ সাল পর্যন্ত রাজা রাম বক্স ওই দুর্গের অধিপতি ছিলেন। তিনি ব্রিটিশদের সঙ্গে লড়াই করেন। তাকে ব্রিটিশরা ফাঁসি দেয় এবং দাউদিখেরার দুর্গ ধ্বংস করে দেয়।

গঙ্গা তীরবর্তী এই দুর্গের ধ্বংসস্তূপ আজও একই রকম ভাবে বর্তমান।

এরই মধ্যে হাজির হয়েছে একাধিক দাবিদার। তারা নিজেদের রাজা রাম বক্স’র উত্তরসূরি বলে দাবী করছেন। এর সপক্ষে তারা বিভিন্ন প্রমাণও হাজির করছেন।

বাংলাদেশ সময়:  ১৪৩৪  ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৩  
ভিএস, এসএস/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।