ঢাকা: সিরিয়ার গৃহযুদ্ধের অবসানের উদ্দেশ্যে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ২৩ থেকে ২৪ নভেম্বরে হবে বলে জানিয়েছেন সিরিয়ার উপপ্রধানমন্ত্রী কাদরি জামিল। বৃহস্পতিবার কাদরি জামিলের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।
কাদরি জামিল রাশিয়ার রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে জেনেভায় অনুষ্ঠেয় দ্বিতীয় এ সম্মেলনের তারিখ ঘোষণা করেন। আলোচনা নভেম্বরের শেষের দিকে হবে না ডিসেম্বরে হবে-সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি ২৩-২৪ নভেম্বরের কথা বলেন।
গত মে থেকে সম্মেলনের আয়োজনের চেষ্টা চালাচ্ছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্র। সিরিয়ার সরকারের বিরুদ্ধে লড়াইকারী প্রধান গোষ্ঠী সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন (এসএনসি) এ সপ্তাহের শুরুতে জেনেভা-২ এ যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
এসএনসির প্রেসিডেন্ট জর্জ সাব্রা জানিয়েছেন, বিরোধী জোটের সবচেয়ে বড় ব্লক সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল বর্তমান পরিস্থিতিতে জেনেভায় না যাওয়ার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে..।
বিরোধীদের লক্ষ্য করে তিনি বলেন, এর অর্থ হচ্ছে, কেউ জেনেভার শান্তি আলোচনায় গেলে আমরা জোটে থাকব না। নিজ মাটিতে সিরীয়দের ভোগান্তির মধ্যে শাসকদের পতন না হওয়া পর্যন্ত কোনো সমঝোতায় বসবে না এসএনসি।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৩
এসএফআই/এমজেডআর