ঢাকা: সিরিয়ার অস্ত্রাগারের অর্ধেক পরিদর্শন শেষ করেছে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষক ওপিসিডব্লিউ। অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিকেল ওয়েপন্সের (ওপিসিডব্লিউ) সিরিয়া বিষয়ক রাজনৈতিক উপদেষ্টা মালিক ইলাহি বলেন, (অস্ত্র) যাচাই কাজের প্রায় ৫০ শতাংশ আমরা শেষ করেছি।
২০১৪ সালের মাঝামাঝি সময়ে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করার উদ্দেশ্যে সিরিয়ায় কাজ করছে ২০১৩ সালে শান্তি নোবেল পাওয়া ওপিসিডব্লিউ। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে কাজে নামার জন্য নোবেল পেয়েছে হেগভিত্তিক এ সংস্থাটি।
জাতিসংঘের সহায়তায় ওপিসিডব্লিউর ৬০ জন বিশেষজ্ঞের একটি দল এ মাসের শুরু থেকে সিরিয়ায় কাজ করছে।
গত সেপ্টেম্বরে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে জাতিসংঘের প্রস্তাব মোতাবেক কাজ করছে ওপিসিডব্লিউ। বিষাক্ত সারিন গ্যাস ব্যবহারের অভিযোগ এনে সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের হামলার হুমকির পরিপ্রেক্ষিতে ওই প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে পাস হয়। প্রস্তাবটি উত্থাপন করেছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
১৯ সেপ্টেম্বর ওপিসিডব্লিউর কাছে রাসায়নিক অস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য হস্তান্তর করে সিরিয়ার সরকার। রাসায়নিক অস্ত্র ধ্বংসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার ‘সহযোগিতা’ দিচ্ছে বলে জানিয়েছে ওপিসিডব্লিউ।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৩
এসএফআই/জিসিপ